Domkal TMC Arrest ডোমকলে কেন গ্রেফতার তৃণমূল ওয়ার্ড সভাপতি !

Published By: Imagine Desk | Published On:

Domkal TMC Arrest মুর্শিদাবাদের ডোমকলে এক তৃণমূল  নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।  আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় দাপাদাপির অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন  ডোমকলের ওই  তৃণমূল নেতা। তৃণমূল নেতার নাম রিজু পাল।  পুলিশ সুত্রে জানা গিয়েছে,  শনিবার রাতে ৮ নম্বর ওয়ার্ডের ছাগলখালি এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপির করছিলেন ওই তৃণমূল নেতা। সেই  সময় গ্রেপ্তার করা হয় ডোমকল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্ড সভাপতি রিজু পালকে। ঘটনায় অস্বস্তিতে তৃণমূল।