Domkal News বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা! প্রেমিকার অভিযোগে হুলস্থূল কান্ড

Published By: Imagine Desk | Published On:

Domkal News ভরসন্ধ্যায় হুলস্থুল কান্ড ডোমকলে। প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় প্রেমিকা! যুবককে না পেয়ে সেখানেই আত্মহত্যার চেষ্টা ঐ মহিলার। এই ঘটনায় বুধবার সন্ধায় চাঞ্চল্য ছড়াল ডোমকল থানার  অন্তর্গত ভগিরথপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডোমকল থানার পুলিশ। মহিলাকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।

Domkal News  স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  বুধবার সন্ধায় ঐ মহিলা ভগিরথপুর এলাকায় এক যুবকের বাড়ির সামনে ধর্নায় বসেন। তিনি দাবি করতে থাকেন যে ঐ বাড়ির যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে। তাদের এক বছরের সম্পর্ক। মহিলার  বিস্ফোরক অভিযোগ- ঐ  যুবক তাঁর কাছ থেকে কয়েক হাজার টাকাও নিয়েছে, এমনকি তিনি অন্তঃসত্ত্বাও হন। মহিলা আরও দাবি করেন ডোমকল থানায় যুবকের নামে অভিযোগ দায়ের করেছেন তিনি।  বাড়ির সামনে বসে থাকলেও প্রেমিক আসেনি, পরিবর্তে পরিবারের সদস্যরা তাঁকে মারধর করে বলে অভিযোগ। এদিন সন্ধায় বাড়ির সামনে বসেই গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন মহিলা।

Domkal News এই ঘটনায় ভর সন্ধায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। যদিও ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক বলে খবর। স্থানীয়দের দাবি এদিন সন্ধ্যা থেকেই মহিলা বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন। তদন্তে পুলিশ।