Domkal News স্বামী পরিযায়ী শ্রমিক, স্ত্রীর এই পরিণতি! রহস্য ডোমকলে

Published By: Imagine Desk | Published On:

Domkal News গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল ডোমকলের দক্ষিননগর পাঠানপাড়া এলাকায়। বধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শনিবার সকালে শ্বশুর বাড়িতে ঘরের ভেতর থেকে উদ্ধার হল বধূর দেহ। জানা গিয়েছে, ডোমকলের রমনা বসন্তপুরের সাকিলা বিবির বিয়ে হয়েছিল দক্ষিননগর পাঠানপাড়া এলাকার আবুল বাসার মন্ডলের সাথে।

Domkal News মৃতের পরিবারের অভিযোগ-

Domkal News বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর উপর অত্যাচার চালাতো বলে অভিযোগ। বেশির ভাগ সময়ই স্বামী ভিন রাজ্যে থাকলেও সংসারে অশান্তি ছিল নিত্য দিনের ঘটনা। সম্প্রতি বাড়ি ফিরে আসে আবুল বাসার মন্ডল। তারপর ফের শুরু হয় গণ্ডগোল। শনিবার সকালে শ্বশুর বাড়ি থেকেই উদ্ধার হয় বধূর মৃতদেহ। বধূর পরিবারের দাবি খুন করা হয়েছে সাকিলা বিবিকে। মৃতের দাদা হামিদুল ইসলাম জানান, পরিকল্পিত ভাবে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

Domkal News এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ডোমকল থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বধূর রহস্যজনক মৃত্যুর তদন্তে নেমেছে পুলিশ। শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।