Domkal News কিছুদিন ধরেই এলাকায় ঘটছিল একের পর এক বাইক চুরির ঘটনা। অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। হয় রহস্যের পর্দাফাঁস। মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা আইনুল শেখ। তাঁর সাধের মোটরবাইক চুরি যায় কিছুদিন আগেই। চুরির ঘটনায় ডোমকল থানায় অভিযোগ করেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে ডোমকল থানায় একটি নির্দিষ্ট মামলা দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে আব্দুল্লা আনসারী ডোমকলের শ্রীকৃষ্ণপুরের বাসিন্দা, তন্ময় দেবনাথ হরিহরপাড়ার ঝাঁঝা, ও রবিজিৎ ঘোষ ওরফে দেবেন দৌলতাবাদের বারবাকপুরের বাসিন্দা।
Domkal News তিনজনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার করে। তদন্ত আরও এগোলে চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে। উদ্ধার হয় আরও চারটি বাইক। দুটি হিরো গ্ল্যামার, একটি বাজাজ ডিসকভার, একটি বাজাজ প্লাটিনা। শুধু বাইক নয়! একটি টোটো উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বাইকগুলির প্রকৃত মালিকদের শনাক্ত করার কাজ চলছে বলেই পুলিশ সূত্রে জানা যায়। এই বাইক চুরির র্যাকেট আর কত দূর ছড়িয়ে! আর কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।