Domkal Incident শেষ কথা রাতেই, তারপর! নার্সের দেহ উদ্ধারে ঘনাচ্ছে রহস্য

Published By: Imagine Desk | Published On:

Domkal Incident দশ মাস আগে বিয়ে হয়েছিল। কর্মসূত্রে ডোমকলেই একটি ভাড়া বাড়িতে থাকতেন। সংসারের সাথেই নার্সের চাকরিও করছিলেন সমানতালে। শনিবার ছিল সাপ্তাহিক ছুটির দিন। কথা ছিল ভাইয়ের বিয়েতে যাওয়ার। কিন্তু এর মাঝেই ঘটে গেল রহস্যজনক ঘটনা। ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল সরকারি হাসপাতালে কর্মরত নার্সের মৃতদেহ। শনিবার সকালে ডোমকল হাসপাতাল মোড়ের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। সরকারি হাসপাতালের নার্সের মৃত্যুতে শোরগোল এলাকায়। পরিবারও শোকস্তব্ধ। ভাড়া বাড়ির ঘরে হল কী? আত্মহত্যা নাকি অসুস্থতা? মৃত্যুর নেপথ্যে কী? উঠছে একাধিক প্রশ্ন। ঘনাচ্ছে রহস্য।

Domkal Incident নার্সের পরিবার কী বলছে?

Domkal Incident পরিবার সূত্রে জানা গিয়েছে, বেলডাঙার বাসিন্দা ঐ তরুণী ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে গত এক বছর ধরে নার্সের চাকরি করতেন। শুক্রবারও ডিউটি করেন। ডিউটি সেরে ভাড়া বাড়িতে ফেরেন রাতে।

Domkal Incident মৃতের স্বামী জানান-

মৃতের স্বামী তানবির আজিম জানান, ” পারিবারিক কোন অশান্তি ছিল না। শুক্রবার রাতে ফোনে কথাও হয় দীর্ঘক্ষণ। তারপর ফোন কেটে যায়, রাতে ফোন করে আর পাওয়া যায় নি। শনিবার সকাল থেকেও ফোন করলে ফোন ধরেনি। বাড়ির মালিককে ফোন করে জানাই। তারপর ভাড়া বাড়িতে এসে ঘটনা জানতে পারি।” তিনি আরও বলেন, ” কিছু বুঝতে পারছিনা। কারও সাথে কোন সমস্যা ছিল না। হেকটিক ডিউটি ছিল। কাজের চাপে মাঝেমধ্যে শরীর খারাপ হত। তাছাড়া কোন সমস্যা ছিল না। মানসিক কোন চাপও ছিল না। শুক্রবার শরীর খারাপের কথাও বলেছিল। ”

Domkal Incident পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ডোমকল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবার। এদিকে নার্সের অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া হাসপাতাল জুড়েই। কান্নায় ভেঙে পড়েন স্বামী সহ আত্মীয় সজনেরা। কীভাবে মৃত্যু রহস্য উদ্ঘাটনে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় ডোমকল থানার পুলিশ। অন্যদিকে সহকর্মী এবং স্বামী সহ পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাব চলে প্রাথমিক পর্বে।