Domkal Incident ঠিক যেন বলিউডের সিনেমার কোন দৃশ্য। পুলিশি ঘেরাটোপের মধ্যেই কার্যত ফিল্মি কায়দায় আসামি ছিনতাই! এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের ডোমকলের আলীনগর গ্রামে। জানা গিয়েছে, চুরির অভিযোগে পুলিশ হেফাজতে থাকা রানা শেখকে নিয়ে বুধবার রাতে তথ্য প্রমাণ সংগ্রহে যায় ডোমকল থানার পুলিশ।
Domkal Incident কী ঘটেছিল সেই রাতে?
অভিযোগ, আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে একদল দুষ্কৃতি। কার্যত পুলিশের গাড়ি ঘিরে ধরে দুষ্কৃতীরা, আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একাধিকবার পুলিশের সঙ্গে বচসা হয়। এই ঘটনায় SI রানাপ্রতাপ সেনগুপ্ত আক্রান্ত হন। তিনি কোনওক্রমে হাত বাড়িয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। সেই মুহূর্তে তাঁকে হাঁসুয়া দিয়ে কোপ মারার অভিযোগ উঠেছে। এরপরেই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় পুলিশের হাত থেকে। এই ঘটনায় অন্যান্যরা পালালেও মূল অভিযুক্ত সহ চারজনকে পুলিশ গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ধৃত চারজনকে বহরমপুরে সিজেএম আদালতে তোলা হয়। দুপক্ষের হট্টগোলের মাঝেই পরিস্থিতির সুযোগ নিয়ে পুলিশের কাছ থেকে পালিয়ে যায় ধৃত রানা শেখ বলেই পুলিশ সূত্রে জানা যায়।
Domkal Incident স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, চুরির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছিল রানা শেখকে। তাঁকে নিয়ে বুধবার রাতে চুরির ঘটনার তদন্তে গ্রামে যায় পুলিশ। তখনই দুষ্কৃতিরা রানা সেখকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার পর থেকেই থমথমে এলাকা। চাপা উত্তেজনা এলাকায়। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। রাতের শোরগোলে রাত জাগা এলাকার মানুষ। বৃহস্পতিবার সকাল থেকেই এলাকায় চলছে পুলিশি টহল। চলছে দফায় দফায় তল্লাশি। অন্যদিকে চম্পট দেওয়া আসামির খোঁজ শুরু পুলিশের।