Domkal Incident ডোমকলে আসামি ছিনতাই কাণ্ডে নাম জড়াল তৃণমূলের! গ্রেফতার চার

Published By: Imagine Desk | Published On:

Domkal Incident   গোয়ালপোখরের পর এবার মুর্শিদাবাদের ডোমকল! পুলিশকে লক্ষ্য করে হামলা! আসামি ছিনতাই! আটকাতে গেলে আক্রান্ত হলেন এক পুলিশ আধিকারিক। বুধবার রাতের এই ঘটনায় কার্যত শোরগোল পড়ে যায় ডোমকলের আলিনগর গ্রামে। আসামিকে নিয়ে এলাকায় তথ্য প্রমাণ সংগ্রহে গেলে পুলিশের হাত থেকে আসামি রানা সেখকে ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। আসামি ছিনতাইয়ের ঘটনায় নাম জড়ায় তৃণমূলের। এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন মিনা বিবি, যিনি তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান, বর্তমানে রাইপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যও। গ্রেফতার হয়েছেন অভিযুক্ত আসামি রানা সেখের স্ত্রী বৈশাখী বিবি, কাকা মফিজুল ইসলাম ও মিনা বিবির ছেলে মিনারুল সেখ।

Domkal Incident  আসামি ছিনতাইয়ের ঘটনায় আক্রান্ত হয়েছেন SI রানাপ্রতাপ সেনগুপ্ত, তাঁর আঙুলে কোপ মারা হয়েছে। আসামী ছিনতাই ও পুলিশের উপর হামলার ঘটনায় ধৃত চার জনকে বৃহস্পতিবার দুপুরে বহরমপুরে সিজেএম কোর্টে তোলা হয়। এদিন আদালত ধৃত চারজনকে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

Domkal Incident  বহরমপুর কোর্টের আইনজীবী রফিকুল ইসলাম মিন্টু জানান, “১৪ ই জানুয়ারি চুরির অভিযোগে গ্রেফতার হন রানা সেখ ওরফে সোহেল রানা। পুলিশ হেফাজতে ছিলেন। তাঁর বাড়িতে পুলিশ চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে তল্লাশিতে যায়। গ্রামের লোক জড় হয়ে পুলিশের উপর আক্রমণ করে। মানুষ উত্তেজিত হয়ে পুলিশকে আক্রমণ করে, আহত হন পুলিশ অফিসার। এই মামলায় পুলিশ মামলা রুজু করে। আজকে মিনারুল সেখ, মিনা বিবি, বৈশাখী খাতুন, মহিজুল ইসলাম এই চারজনকে কোর্টে তোলা হয়। চারজনের মধ্যে মিনা বিবি, বৈশাখী খাতুন, মহিজুল ইসলামের ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। জেলে যান মিনারুল সেখ।”

Domkal Incident  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগেই গ্রামে গয়না চুরির ঘটনায় রানা সেখকে গ্রেফতার করে পুলিশ। গ্রামের বাসিন্দা লায়লা খাতুনের বাড়িতে গয়না চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ রানা সেখকে গ্রেফতার করে। পুলিশের দাবি, জেরায় অভিযুক্ত চুরির কথা স্বীকার করে নিয়েছিলেন। তাঁর কথা মতোই বুধবার রাতে সেই গয়না উদ্ধারের জন্য তাঁকে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেইসময় রানার আত্মীয়স্বজন পুলিশের উপর চড়াও হন বলে অভিযোগ। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। ঘটনার পর থেকেই এলাকায় চাপা উত্তেজনা। উঠছে নিরাপত্তার প্রশ্ন। এলাকায় চলছে পুলিশের টহল। ফেরার আসামি রানা সেখ।