Domkal আগুনে পুড়ে ছাই বাড়ি, মাথায় হাত ক্ষতিগ্রস্তদের

Published By: Imagine Desk | Published On:

Domkal  ভয়াবহ আগুনে পুড়ে গেল আস্ত একটি বাড়ি। আহত হলেন পরিবারের এক সদস্য। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদেডোমকলের রায়পুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্মশান ঘাটের ধারে বাড়ি কৃষক ফেরেশ মন্ডলের। তাঁর বাড়িতেই বৃহস্পতিবার সকালে রান্না করার সময় আগুন লেগে যায় পাটকাঠির বেড়ায়। উনুনে রান্না চাপিয়ে ঘর থেকে সব্জি আনতে যান গৃহবধূ নুরনাহার বিবি। তখনই ঐ আগুন পাটকাঠির বেড়ায় লেগে যায়। চিৎকার করতে থাকলে স্থানীয়রা ছুটে আসেন। তারপর মাঠ থেকেও অনেকে ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান।‌ কিন্তু ততক্ষণে আগুন বিধ্বংসী আকার নেয়।

Domkal   গবাদিপশুদের বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে আহত হন নুরনাহার বিবি। স্থানীয়রায় উদ্ধার করে চিকিৎসার জন্য ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল কর্মী, পুলিশ। ততক্ষনে পুড়ে ছাই গোটা বাড়ি।  দমকল কর্মীদের তরফে জানানো হয়, আগুনের খবর সরাসরি জনসাধারণ জানালে দ্রুত পৌঁছনো সম্ভব। এদিকে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের দাবি, প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সমস্ত পুঁজি শেষ। সব হারিয়ে খোলা আকাশের নীচে আশ্রয়।