CM Murshidabad নতুন বছরের শুরুতেই মুর্শিদাবাদ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২০ শে জানুয়ারি অর্থাৎ সোমবার নবাবি শহর লালবাগে আসছেন মমতা Mamata Banerjee। নবাব বাহাদুর ইন্সটিটিউশন মাঠে হবে প্রশাসনিক সভা। সোমবার বেলা ১ টায় সভাস্থলে পৌঁছনোর কথা মুখ্যমন্ত্রীর। প্রায় এক বছর পর প্রশাসনিক সভায় মুর্শিদাবাদে আসছেন মুখ্যমন্ত্রী। মাঝে রাজনৈতিক সভায় যোগ দিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই মুর্শিদাবাদ সফর ঘিরে উচ্ছ্বাস তৃণমূলের অন্দরেও।
CM Murshidabad তৃণমূল জেলা সভাপতি বলেন-
CM Murshidabad মুখ্যমন্ত্রীর জেলা সফর প্রসঙ্গে বহরমপুর- মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার বলেন, ” আমরা গর্বিত, আনন্দিত। অধীর অপেক্ষায় আছি। মুর্শিদাবাদের মানুষের জন্য পরিষেবা এবং উন্নয়নের বার্তা নিয়ে তিনি আসছেন। সবাই হাজির থাকব। মুর্শিদাবাদকে উন্নয়ন এবং পরিষেবায় এগোনোর জন্য তিনি আসছেন।” অপূর্ব সরকার আরও বলেন, ” মুখ্যমন্ত্রীর কাছে শান্তি, উন্নয়ন, সম্প্রীতির বার্তা, ধর্ম নিরপেক্ষতার বার্তাই নিশ্চিত ভাবে শুনতে চাই। এই মুহূর্তে যা জরুরি। কারণ, শান্তি, ধর্ম নিরপেক্ষতা, সৌহার্দ্য না থাকলে উন্নয়ন এগোবে না। উন্নয়নের প্রথম ধাপ শান্তি, সম্প্রীতি।”
CM Murshidabad সফরের প্রথম দিনেই দুপুর ১ টা নাগাদ হাজারদুয়ারির পাশে নবাব বাহাদুর ইন্সটিটিউশনের মাঠে মুর্শিদাবাদ জেলার পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। এরপরেই তিনি মুর্শিদাবাদ থেকে মালদা যাবেন। জেলা সফরে বেরিয়ে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ ছাড়াও, মালদা এবং আলিপুরদুয়ার জেলায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন।
CM Murshidabad মুর্শিদাবাদ জেলার উন্নয়নে কী কী নতুন নতুন পরিষেবা নিয়ে আসেন মুখ্যমন্ত্রী? কী বার্তা দেন জেলার উন্নয়নে? সেদিকেই তাকিয়ে মুর্শিদাবাদ।