Cm Meeting SSC Victims চাকরিহারাদের স্কুলে যেতে পরামর্শ মুখ্যমন্ত্রীর

Published By: Imagine Desk | Published On:

Cm Meeting SSC Victims চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের স্কুলে যেতে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee । সোমবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। চাকরিহারাদের মমতা বন্দ্যোপাধ্যায়  বলেন, ‘‘আপনারা কি এখনও বরখাস্তের নোটিস পেয়েছেন? চাকরি করুন না। স্বেচ্ছায় সকলেই কাজ করতে পারেন।’’

Cm Meeting SSC Victims ভাষণের শেষেও তিনি বলেন, “কাজ চালিয়ে যান”।

এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের Supreme Court  কাছে ব্যাখ্যা চাওয়া হবে রাজ্যের পক্ষ থেকে । মমতা বন্দোপাধ্যায়ের  কথায়, ‘‘আদালতের কাছে আমরা ব্যাখ্যা চাইব। নতুন করে পরীক্ষা নেওয়ার আগে আমাদের জানতে হবে, যাঁরা স্কুলে পড়াতেন, তাঁদের জন্য আদালতের ব্যাখ্যা কী? স্কুল কে চালাবেন? বাকি কাজ কে চালাবেন? কাউকে না খাইয়ে মারার অধিকার তো কারও নেই। চাকরি দিতে পারবেন না, আমার অনুরোধ তাঁরা যেন চাকরি কেড়ে না নেন। শিক্ষা দফতর যা করার করবে।’’ মমতা আরও বলেন, ‘‘যাঁরা যোগ্য, তাঁদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কোনও রাখঢাক নেই। আইন অনুযায়ী যা করার করব। পথের মধ্যেই পথ খুঁজে নিতে হবে।’’