CISF Rasing Day 2025 নানান কর্মসূচীর মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস উদযাপন সিআইএসএফের CISF এর। ১০ ই মার্চ ভারতীয় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (CISF) এর প্রতিষ্ঠা দিবস। এদিন ফারাক্কার এনটিপিসি গ্রাউন্ডে সিআইএসএফের পক্ষ থেকে প্রতিষ্ঠা দিবস পালন করা হল। পাওয়ার প্ল্যান্টে যুক্ত সিআইএসএফ জওয়ানের পাশাপাশি আধিকারিকেরাও অংশ নেন অনুষ্ঠানে। এদিন জওয়ানদের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন ফারাক্কা এনটিপিসি হেড অফ দ্যা প্রজেক্ট অজয় সিম্বল , সিআইএসএফের কমান্ড্যান্ট বিজয় কুমার সহ আধিকারিকেরা। সিআইএসএফ জওয়ানরা মহড়ার মাধ্যমে বিপর্যয় মোকাবিলার নানান দিক তুলে ধরেন সকেলের সামনে।
CISF Rasing Day 2025 সিআইএসএফ কমান্ড্যান্ট বিজয় কুমার জানান, কোন প্রতিষ্ঠান হোক বা সরকারি কোন দপ্তর- সিআইএসএফ কর্মীরা সর্বদা তৎপর। নিজেদের কর্তব্যপরায়ণে অবিচল। এভাবেই এগিয়ে চলেছেন কর্মীরা। প্রত্যেকের প্রতি শুভকামনা।
CISF Rasing Day 2025 ভারতের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীকে স্বীকৃতি ও সম্মান জানাতে প্রতি বছর ১০ ই মার্চ CISF প্রতিষ্ঠা দিবস পালিত হয়। গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি খাতের নিরাপত্তা প্রদানে আধাসামরিক পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বাহিনী মহাকাশ বিভাগ, পারমাণবিক শক্তি বিভাগ, বিমানবন্দর, দিল্লি মেট্রো, বন্দর, ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ এবং ভারতীয় অর্থনীতির মৌলিক ক্ষেত্র যেমন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ, কয়লা, ইস্পাত এবং খনির নিরাপত্তা প্রদান করে।
CISF Rasing Day 2025 প্রতিষ্ঠা দিবস উদযাপনের ইতিহাস –
CISF Rasing Day 2025 শিল্প এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিশেষায়িত নিরাপত্তা কর্মীদের প্রয়োজনীয়তা বেড়ে যাচ্ছিল। অতএব, ১৯৬৮ সালের সিআইএসএফ আইনের অধীনে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী তৈরি করা হয়েছিল এবং ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তারা সরকারি খাতের উদ্যোগ, শিল্প সুবিধা এবং সরকারি অবকাঠামো প্রকল্পের সুরক্ষায় সহায়তা করে। যখন এটি গঠিত হয়েছিল, তখন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে মাত্র ৩টি ব্যাটালিয়ন এবং ২,৮০০ জন সদস্য ছিল। তবে, অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, আজ এটি দেশের বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা বাহিনীগুলির মধ্যে একটি, যার সদস্য সংখ্যা ১৮৮,০০০।
CISF Rasing Day 2025 তাৎপর্য-
CISF Rasing Day 2025 দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষায় সিআইএসএফ সৈন্যদের ত্যাগ ও প্রচেষ্টার স্বীকৃতি ও সম্মান জানাতে এই জাতীয় দিবসটি পালিত হয়। এই অনন্য দিনে কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিআইএসএফ প্রতিষ্ঠা দিবস উদযাপনের অংশ হিসেবে, সারা দেশে রক্তদান এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরও অনুষ্ঠিত হয়।