CINI Murshidabad মুর্শিদাবাদের মা ও শিশুদের প্রতি দায়বদ্ধতার ২৫ বছর উদযাপন

Published By: Imagine Desk | Published On:

CINI Murshidabad শিশু বান্ধব সমাজ গড়ে তোলার লক্ষ্য। লক্ষ্য অসংক্রামক ব্যাধিকে প্রতিরোধ করা। চিকিৎসা পদ্ধতিতে  ওয়েলনেস সেন্টার গড়ার লক্ষ্য। অর্থাৎ যেখানে মানসিক স্বাস্থ্য, ক্যানসার নিবারণের ব্যবস্থা, দূষণ রোধের ক্ষেত্রে নানান সচেতনতামূলক ব্যবস্থা নেওয়া যাবে। এভাবেই এগিয়ে যাওয়ার স্বপ্ন চাইল্ড ইন নীড ইন্সটিটিউট CINI-র। দেখতে দেখতে মুর্শিদাবাদ জেলায় সিনির পথচলা ২৫ বছর অতিক্রম করল 

CINI Murshidabad গত ৫০ বছর ধরে শিশু ও নারী উন্নয়নমূলক কাজে নিয়োজিত রয়েছে চাইল্ড ইন নীড ইন্সটিটিউট CINI। বর্তমানে সংস্থাটি ৫১ বছরে পদার্পণ করেছে এবং বিশ্বের আরও চারটি দেশে ও ভারতবর্ষের মোট সাতটি রাজ্যে কাজ করে চলেছে। ১৯৯৯ সালে সিনির প্রতিষ্ঠাতা ও সম্পাদক ডাঃ সমীর নারায়ন চৌধুরীর উৎসাহে মুর্শিদাবাদ জেলায় প্রথম কাজ শুরু হয় এই সংস্থার। সেই উপলক্ষে ৪ ঠা এপ্রিল, বহরমপুরে রবীন্দ্রসদনে মুর্শিদাবাদ জেলায় চাইল্ড ইন নীড ইন্সটিটিউটের ২৫ তম বর্ষ উদযাপিত হল মহা সমারোহে। সামগ্রিকভাবে নারীদের ও শিশুদের অধিকার সুরক্ষায় গত পঞ্চাশ বছর ধরে এবং মুর্শিদাবাদ জেলায় গত পঁচিশ বছর ধরে কীভাবে কাজ করছে সে সম্পর্কে পরিষ্কার ধারনা দেওয়া হয়।

CINI Murshidabad সিনির প্রতিষ্ঠাতা ও সম্পাদক ডাঃ সমীর নারায়ন চৌধুরী বলেন,  “এখন শিশুদের খেলাধুলোর জায়গা নেই। পার্ক নেই। সবসময় স্মার্ট ফোনে চোখ। স্মার্ট ফোন থেকে মন বিকৃতির দিকে যাচ্ছে। ফ্যামিলি স্ট্রাকচার পাল্টে যাচ্ছে। বিভিন্ন রকম চাপে শিশুদের মানসিক চাপ বাড়ছে। সিনি হল চাইল্ড ফ্যামিলি। বিভিন্ন গবেষণা চলছে। পুষ্টি, শিক্ষা, বাল্যবিবাহ থেকে জিনিসটা অনেক দিকে সরে যাচ্ছে। এগুলো কীভাবে বন্ধ করা যাবে সেই ভাবনায় আমরা চিন্তিত। ডায়বেটিস, হাইপার-টেনশন, অ্যানিমিয়া, মেনটাল হেলথ, ক্যানসার, সিওপিডি এগুলো শিশু অবস্থায় পাওয়া যাচ্ছে। ”

CINI Murshidabad সিনির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জয়ন্ত চৌধুরী জানান, মুর্শিদাবাদ ইউনিটে সিনির ২৫ বছর পূর্তি উৎসব হল। আর্থ সামাজিক ব্যবস্থার পরিণতি হয়েছে এই পঁচিশ বছরে। আগামী দিনে জেলার যে সমস্ত জায়গায় কাজ করার প্রয়োজন আছে সেখানে কাজ করা হবে। জেলা প্রশাসনের আধিকারিক, সিনির আধিকারিকেরা এই বিশেষ দিনে এসেছেন, পরামর্শ দিয়েছেন। একসঙ্গে শপথ নেওয়ার এই দিন। শপথ নেওয়া যাতে আগামী বছরগুলোতে শিশু ও মায়েদের জন্য কাজ করা যায়।