Burwan News সপ্তাহের শুরুতেই রাজ্য সড়ক অবরোধ, নেতৃত্বে খোদ প্রধান!

Published By: Imagine Desk | Published On:

Burwan News  রাস্তার বেহাল দশায় ভুক্তভোগীদের প্রতিবাদ তো হয়। কিন্তু এবার খোদ জনপ্রতিনিধিও নামলেন রাস্তায়!  এই ঘটনা ঘটল মুর্শিদাবাদের বড়ঞায়। দীর্ঘদিন ধরে বেহাল মুর্শিদাবাদ থেকে বীরভূম যাওয়ার বড়ঞার চৌতপুর লাভপুর রাজ্য সড়ক। রাস্তা সংস্কারের দাবিতে পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বড়ঞা থানার দূর্গি মোড় এলাকায়। সকাল ১০ টা থেকে বেলা সাড়ে এগারোটা অব্ধি প্রায় দেড় ঘণ্টা ধরে চলে রাস্তা অবরোধ।

Burwan News বিজেপি পরিচালিত কুরুন্নরুন গ্রাম পঞ্চায়েতের প্রধান বুল্টি রায় অভিযোগ করেন, রাস্তা দেখভালের দায়িত্ব জেলা পরিষদের। মেম্বারকে একাধিক বার বলেও লাভ হয় নি। সাধারণ মানুষের হয়ে তিনি রাস্তায় নেমে প্রতিবাদে সামিল।

Burwan News স্থানীয় বাসিন্দা থেকে নিত্যযাত্রীদের অভিযোগ, বেহাল রাস্তা দিয়ে চলাচল করা মুশকিল। প্রতিনিয়ত থাকছে প্রাণের ঝুঁকি। যে কোন সময়ে ঘটে যেতে পারে বিপদ! পেশায় স্কুল শিক্ষিকা, নিত্য যাত্রী রুবাইদা জারিন জানান, স্কুলে যেতে হয় এই রাস্তা দিয়েই। কিন্তু রাস্তার এমন দশা যে কোন সময়ে ঘটে যাবে বড়সড় দুর্ঘটনা। স্কুলের পড়ুয়ারাও আতঙ্কে যাতায়াত করে। চালকদের মধ্যেও উৎকণ্ঠা কাজ করে। সব নিয়ে নাজেহাল আট থেকে আশি। প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। এর একটা সুব্যাবস্থা জরুরি।

Burwan News সোমবার সকাল ১০ টা থেকে অবরোধ শুরু হওয়ায় রাস্তাতেই আটক পরেন স্কুলের ছাত্র ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারাও। যান চলাচল বন্ধ থাকে প্রায় ঘণ্টা দেড়েক। রাস্তায় দাঁড়িয়ে থাকে বাস, টোটো, বাইক, গাড়ি। তীব্র যানজটের সৃষ্টি হয়। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান বড়ঞা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক।  অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান।  রাস্তা সংস্কারের আশ্বাস পেয়ে অবরোধ উঠে যায়।