Burwan Incident বন্ধুরা মিলে বনভোজনের আয়োজন করেছিল। বেশ আনন্দ করেই খাবারও খেয়েছিল সকলে। কিন্ত তারপরেই শুরু গণ্ডগোল। একে একে অসুস্থ হয়ে যায় ৯ বন্ধু। প্রত্যেকেরই একই উপসর্গ। কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি ৭ জন, ২ জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
Burwan Incident কী ঘটেছিল?
Burwan Incident স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বড়ঞা থানার অন্তর্গত দেবগ্রামে কয়েকজন বন্ধু মিলে বনভোজনের আয়োজন করেছিল। সেখানেই ডালপুরি ও তরকারি খেয়ে রাতে বাড়ি ফিরে অসুস্থ হয়ে যায় প্রত্যেকেই। সকালে ৯ জনকেই গুরুতর অসুস্থ অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হওয়ায় দুজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
Burwan Incident অসুস্থ এক কিশোরের আত্মীয় মিঠুন ঘোষ জানান, বৃহস্পতিবার রাতে ঠান্ডা আবহাওয়া থাকায় বন্ধুরা মিলে পিকনিক করে এক বন্ধুর বাড়িতে। সেখানে ডালপুরি ও তরকারি খায়। রাতে বাড়ি ফিরে অসুস্থ হয়ে যায়। বমি করতে থাকে। স্থানীয় চিকিৎসক চিকিৎসা করলেও সুস্থ হয়নি। অবস্থার অবনতি হওয়ায় ৯ জনকে শুক্রবার সকালে কান্দি হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থদের মধ্যে একজন মাধ্যমিক পরীক্ষার্থীও রয়েছে। খাবারে বিষক্রিয়ার জেরেই এই ঘটনা ঘটেছে বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। প্রত্যেকের অবস্থা স্থিতিশীল।