Bharatpur Case ৬ ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ হয় দুই পক্ষ। জমি বিবাদ চরম আকার নেয়। দুপক্ষের মারামারি হয়। ঘটে যায় মৃত্যু। খুনের এই ঘটনায় গ্রেফতারও হয় দুজন। দোষী সাব্যস্ত হওয়ার পর এবার চরম সাজা শোনাল আদালত। মুর্শিদাবাদের ভরতপুরে খুনের ঘটনায় সাজা ঘোষণা হল বাবা ও ছেলের।
Bharatpur Case ২০২০ সালের ৯ ই ফেব্রুয়ারি, ভরতপুর থানার অন্তর্গত পল্লিশ্রী গ্রামে জয়চাঁদ বিশ্বাসের পরিবারের সঙ্গে বিবাদ ঘটে সৌরেশ বিশ্বাস, শঙ্কর বিশ্বাস, সমির বিশ্বাসের। অভিযোগ, ধারালো অস্ত্র, বাঁশ দিয়ে মারধর করা হয় জয়চাঁদ বিশ্বাস ও তাঁর পরিবারের সদস্যদের। ঘটনায় মৃত্যু হয় জয়চাঁদ বিশ্বাসের। ভরতপুর থানায় দায়ের হয় লিখিত অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। অভিযোগের ভিত্তিতে শঙ্কর বিশ্বাস ও সৌরেশ বিশ্বাস সম্পর্কে বাবা ও ছেলেকে গ্রেফতার করে পুলিশ।
Bharatpur Case এই ঘটনায় মোট ২২ জন স্বাক্ষ্য গ্রহণের পরে বৃহস্পতিবার কান্দি মহকুমা আদালতের প্রথম দ্রুত নিস্পত্তি আদালতের বিচারক সমরেশ বেরার এজলাসে হল সাজা ঘোষণা। ৩২৫ ধারায় সাত বছর, ৩২৬ ধারায় ১০ বছরের জেল, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস জেল হেফাজত এবং ৩০৭ ধারায় দশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ পাঁচ হাজার টাকা জরিমানা, ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।
Bharatpur Case কান্দি মহকুমা আদালতের সরকারী আইনজীবী সুকান্ত মুখার্জী জানান, জমি বিবাদ নিয়ে গন্ডগোল। খুনের ঘটনা ঘটে। ঘটনার পরেই গ্রেফতার করা হয় বাবা ও ছেলেকে। হাইকোর্টে আবেদন করেও জামিন পায় নি। তখন থেকেই হেফাজতে। এখনও এই মামালায় সমীর বিশ্বাস, মালা বিশ্বাস ও ববিতা বিশ্বাস পলাতক।’