Bhagawangola News প্রতিনিয়ত অবৈধ পথে কখনও ওপার বাংলা থেকে এপার বাংলায়, আবার কখনও এপার থেকে ওপার বাংলার যাতায়াত চলছেই। রাতের অন্ধকারে বিএসএফের চোখে ধূলো দিয়ে এমন ঘটনা সামনে আসছে মাঝেমধ্যেই। আবারও বিশেষ অভিযান চালিয়ে তিন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল পুলিশ। এবার ঘটনাস্থল ভগবানগোলা। ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে পার হওয়ার আগেই পুলিশের জালে ধরা পড়ে দুই অনুপ্রবেশকারী। তাদের সহায়তা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ভারতীয়কেও।
Bhagawangola News পুলিশ সূত্রে জানা গিয়েছে-
Bhagawangola News রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ভগবানগোলা থানার পুলিশ। ভগবানগোলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চর বাবুপুর এলাকায় চলে অভিযান। সেই অভিযানেই হাতেনাতে গ্রেফতার করা হয় ইউসুফ আলি, মাসুম রেজা ও সাইমুদ্দিন সেখ নামে তিনজনকে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে ইউসুফ আলি ও মাসুম রেজা বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা। সাইমুদ্দিন সেখ মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা। রাতের অন্ধকারে ওই দুই বাংলাদেশীকে সীমান্ত পার করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল বলেই পুলিশের প্রাথমিক অনুমান। সোমবার ধৃতদের পাঁচদিনের হেফাজতে চেয়ে লালবাগ কোর্টে পাঠায় ভগবানগোলা থানার পুলিশ। অবৈধ ভাবে যাতায়াত কতদিন ধরে চলছিল? আর কে বা কারা এই কাণ্ডের সাথে যুক্ত? ধৃতদের হেফাজতে নিয়ে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।