Bhagawangola News মুর্শিদাবাদের ভগবানগোলায় আন্তর্জাতিক মাদক চক্রের হদিশ। প্রায় ৪ কোটি টাকার হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল পুলিশ। হাতেনাতে গ্রেপ্তার করা হল এক ব্যক্তিকে। গোপন সুত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে ভগবানগোলার চর বাবুপুর পূর্বপাড়া গ্রামে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁকে তল্লাশি করতেই কাছে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় ৩.৫ কেজি হেরোইন ও প্রায় ৩০ হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট। গ্রেপ্তার করা হয় এলাকারই বাসিন্দা সন্তু সেখকে। বুধবার ধৃতকে সাত দিনের হেফাজতে চেয়ে বহরমপুরে জেলা আদালতে পাঠায় পুলিশ।
Bhagawangola News উদ্ধার হওয়া ট্যাবলেট ও মাদকের বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা বলে জানিয়েছেন ভগবানগোলার এসডিপিও উত্তম গড়াই। তিনি জানান, গোপন সূত্রে খবর ছিল যে সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক দ্রব্য পারাপার হবে। সেই মতো ভগবানগোলা থানার ওসি সুমিত হালদারের নেতৃত্বে একটি টিম আগে থেকেই লুকিয়ে ছিল। রেড করা হয়, হাতেনাতে একজনকে ধরা হয়। আরও দু তিনজন ছিল যারা পালিয়ে যায়। ৩০ লক্ষ টাকার ট্যাবলেট ও ৩.৫ কোটি টাকার হেরোইন উদ্ধার হয়েছে। এই পাচার চক্রের সাথে আরও অনেকেই যুক্ত আছে, তাদের নাম পাওয়া গিয়েছে। স্থানীয় কিছু ব্যবসায়ীদের মাল পারাপার করছিল এই সন্তু সেখ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।