Berhampore বাইকের সাথে টোটোর মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল টোটো চালকের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে বহরমপুর থানার অন্তর্গত রাঙামাটি চাঁদপাড়া এলাকায় টোটো চালিয়ে বাড়ি ফিরছিলেন মোহন সেখ। সেই সময় সামনের দিক থেকে আসা একটি দ্রুত গতির বাইকের সাথে টোটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে। গুরুতর আহত অবস্থায় মোহন সেখকে প্রথমে গোকর্ণ হাসপাতাল ও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলে বিকেলে প্রাণ যায় ওই ব্যক্তির। অন্যদিকে আহত হয়েছেন বাইক চালকও। তাঁকেও স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
Berhampore মৃতের এক আত্মীয় সাবিরুল সেখ জানান, রামনগরঘাট রোডে সোনা জগন্নাথপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। টোটোয় যাত্রী ছিল না। রাস্তা দিয়ে যাওয়ার সময় বাইকের সাথে ধাক্কা লাগে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মারা যায়। বাইক দ্রুত গতিতে ছিল।