Berhampore Textile College টেক্সটাইল কলেজে জমজমাট Teck Fest, এবছর নতুন কী?

Published By: Imagine Desk | Published On:

Berhampore Textile College বহরমপুরে Government College Of Engineering & Textile Technology-র ALFRESCO 2K25 এর সূচনা হল শুক্রবার। এবছর টেক ফেস্ট Teck Fest এ অংশগ্রহণ করেছে ১৪ টি টিম। প্রতিটি টিমে ৪ জন করে পড়ুয়া রয়েছে। ১৪ টি দল আলাদা আলাদা প্রজেক্টের উপর কাজ করেছে। বিভিন্ন মডেল প্রদর্শিত হয়েছে। যেখানে নানান বিষয় প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরেছে কলেজের ছাত্র, ছাত্রীরা। কলেজের ছাত্র অনুব্রত দাস জানান, আগামী বেশ কিছুদিন নানান কার্যকলাপের মধ্য দিয়ে টেক ফেস্ট চলবে কলেজ ক্যাম্পাসে।

Berhampore Textile College প্রদর্শনীতে কী কী রয়েছে?

Berhampore Textile College আকন্দ গাছের ফাইবার থেকে Yarn Formation বা সুতো গঠন প্রক্রিয়া থেকে আলট্রা সনিক সেন্সর ও ফ্লো সেন্সর ব্যবহার করে নর্দমার জল জমার সমস্যা ও বন্যা নিয়ন্ত্রণে ওয়াটার লগিং অ্যান্টিসিপেশন এন্ড প্রিভেনশন সিস্টেম। মডেল বানিয়ে হাতেকলমে বোঝাচ্ছে পড়ুয়ারা। এককথায় শিক্ষা যেন বাস্তব জীবনের সাথে মিলিত হয়েছে। তাই মডেল ভাবনাতেও পারিপার্শ্বিক নানান বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে।

Berhampore Textile College কী জানালেন কলেজের অধ্যক্ষ?

Berhampore Textile College  বহরমপুরের গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেক্সটাইল টেকনলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ ঘোষ জানান, কলেজের সোশ্যাল ফেস্ট ALFRESCO নামে পরিচিত। যা দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। এর সাথে গত তিন বছর ধরে যুক্ত হয়েছে টেক ফেস্ট। যেখানে মডেল প্রদর্শনী হয়। অন্যান্য স্কুল , কলেজ থেকে পড়ুয়ারাও এবছর মডেল প্রদর্শনীতে অংশ নিয়েছে। কলেজ পড়ুয়াদের মধ্যেও উন্মাদনা কাজ করছে প্রবল।