Berhampore SSC Protest ফের পরীক্ষা নয়। বহরমপুরে দাবি চাকরিহারাদের

Published By: Imagine Desk | Published On:

Berhampore SSC Protest “কারা টাকা ফেরত দেবে, কারা টাকা ফেরত দেবে না সেই লিস্ট থেকেই পরিষ্কার কারা যোগ্য, কারা অযোগ্য। আমাদের নাম বাগ কমিটিতে নেই। আমাদের নাম সিবিআই CBI ’এর লিস্টে নেই। আমাদের উপর সামাজিক চাপ তৈরী হচ্ছে। আমাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই। সিস্টেমের ফ্রডের দায় আমরা কেন নেব ?”, বহরমপুরে বিক্ষোভ থেকে প্রশ্ন তুলেছেন চাকরিহারা শিক্ষিকা পল্লবী দে   । তাঁর পরিষ্কার দাবি, যে সম্মান নিয়ে আমরা তাঁরা কাজ করেছেন । সেই সম্মান নিয়েই কাজে ফিরিতে চাইছেন ।

Berhampore SSC Protest বিক্ষোভ থেকেই চাকরিহারা শিক্ষিকা অনিন্দিতা  সিনহা  বলছেন, “ আমরা পরিশ্রম করে, রাস্তায় বসে রেকমেন্ডেশন, কাউন্সিলিং’এর ডেট আদায় করে এনেছি। আমরা যোগ্য। আমাদের নাম কাগজে প্রকাশ করতে হবে। সিবিআই, আদালত প্রমাণ করতে পারে নি আমরা অযোগ্য। আমাদের ওএমআর-এর মিরর ইমেজ নিয়ে গিয়ে রিভিউ পিটিশন করতে হবে”।

Berhampore SSC Protest এদিন সকালেই বহরমপুরে ডিআই অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। পরে ডিআই অফিসের বাইরে রাস্তায় বসেন সকলে। সেখানেই চলে বিক্ষোভ সভা। আন্দোলনকারীরা যেমন আইনজীবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের Bikash Ranjan Bhattacharya বিরুদ্ধে সরব হয়েছেন, তেমনই রাজ্য সরকারের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন।

Berhampore SSC Protest তাঁদের দাবি, যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে। সামনে আনতে হবে মিরর ইমেজ। যোগ্য অযোগ্য এক করা যাবে না। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ফিরিয়ে দিতে হবে চাকরি। সুপ্রিম কোর্টের রায়ে এক লহমায় চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর। গত সোমবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। যদিও তাঁরপরই জেলায় জেলায় আন্দোলনে নেমেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তাঁরা জানাচ্ছেন, প্যারা টিচার  সিভিক শিক্ষক বা ভলান্টিয়ার a হিসেবে চাকরি করতে চাইছেন না তাঁরা।