Berhampore খবর ছিল, সেই মতো শুরু হয় তল্লাশি। আর তল্লাশি অভিযানেই হল গল্পের অবসান! কী গল্প? জানা গিয়েছে বৃহস্পতিবার ভোর রাতে পুলিশের নাকা তল্লাশি চলে বহরমপুর শহরে খাগড়া এলাকায় গঙ্গার ধারে। একের পর এক গাড়ি দাঁর করিয়ে তল্লাশি চলে। সন্দেহজনক এক চার চাকা গাড়ি থামিয়ে দরজা খুলতেই সামনে আসে আসল ঘটনা। গাড়িতে রাখা দুটি পিস্তল! পিস্তল নিয়ে কোথায় যাচ্ছিল তিনজন? পুলিশের জেরার মুখে পড়ে কার্যত অস্বস্তিতে তিনজনেই। গ্রেপ্তার করা হয় সন্দেহভাজন তিনজনকেই।
Berhampore গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চলে-
Berhampore বহরমপুরের খাগড়া ফাঁড়ির পুলিশ নাকা চেকিং শুরু করে বহরমপুর- লালবাগ বাইপাসে। ভোর রাতে ভৈরবতলা পার্কিং এর সামনে লালবাগ থেকে বহরমপুরগামী ঐ চার চাকা গাড়ি আটকায় পুলিশ। গাড়িতে তল্লাশি চালাতেই গাড়ি থেকে উদ্ধার হয় দুটি ৭.65 এম এম পিস্তল।
Berhampore ধৃত তিনজনেই কান্দির বাসিন্দা-
Berhampore ধৃতদের মধ্যে নাফুর শেখ ও জামশেদ শেখ কান্দির বাগডাঙ্গা এবং আকসেদ সেখ কান্দির হিজল নতুন গ্রামের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের বৃহস্পতিবার ৭ দিনের পুলিশ হেফাজতে চেয়ে বহরমপুরে সিজেএম আদালতে তোলে বহরমপুর থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র নিয়ে চার চাকা গাড়িতে করে কোথায় যাচ্ছিল এই তিন জন? কান্দি থেকে গন্তব্য ছিল কোথায়? পিস্তল হাতবদলের টার্গেট ছিল? না ছিল অন্য কোন ছক? পুরো ঘটনার তদন্তে বহরমপুর থানা।