Berhampore News সাম্প্রদায়িক বিভেদ ও কুসংস্কারমুক্ত, বিজ্ঞান মনস্ক দেশ গড়ার লক্ষ্য। এই লক্ষ্যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, মুর্শিদাবাদ জেলা আয়োজিত বিজ্ঞান অভীক্ষার পুরষ্কার বিতরণী সমারোহ ও সেমিনারের আয়োজন করা হল শুক্রবার। সেমিনারের আলোচ্য বিষয়- A little Bang In The Labroratory। বহরমপুরে ঋত্বিক সদনে আয়োজিত সেমিনারে উপস্থিত বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক শিক্ষিকা, বিজ্ঞান কর্মী, বিজ্ঞান আন্দোলনের নেতৃত্ব, ছিলেন বিভিন্ন বয়সের বিজ্ঞানমনস্করা।

Berhampore News পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মুর্শিদাবাদ জেলার প্রাক্তন সম্পাদক ও রাজ্য কাউন্সিল সদস্য পুষ্পক পাল বলেন, ‘ প্রায় ২৫ হাজার ছেলেমেয়ে এই বিজ্ঞান সমীক্ষায় অংশগ্রহণ করে। গোটা জেলা জুড়ে বিভিন্ন ক্লাসের সেরা ৪০ ছেলে মেয়েদের পুরস্কৃত করা হল। এদিন একটি সেমিনারের আয়োজনও করা হয়। সেমিনারে অংশ নেন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ জানে আলম। এদিন হাতে কলমে বিজ্ঞান শিক্ষার বইও প্রকাশিত হয়। ‘
