Berhampore News ২৩ শে এপ্রিল, শহর বহরমপুরের পথে ব্যবসায়ীদের মিছিল। হাতে প্ল্যাকার্ড নিয়ে খাগড়া এলাকায় নেতাজি মোড় থেকে শুরু হয় মিছিল। এই মিছিলের ডাক দেয় মুর্শিদাবাদ ডিসট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। কী ইস্যুতে এদিন পথে ব্যবসায়িক সংগঠন?
Berhampore News মুর্শিদাবাদ ডিসট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক স্বপন কুমার ভট্টাচার্য বলেন, ” মুর্শিদাবাদ জেলায় সামসেরগঞ্জ, ধুলিয়ান এলাকা ছাড়াও মুর্শিদাবাদের অন্যত্র অঞ্চলে হিংসাত্মক ঘটনা ঘটেছে যা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং কখনোই কাম্য নয়। ঘটনার পরিপ্রেক্ষিতে যে সমস্ত ব্যবসায়ীদের দোকানপাট ভাঙচুর করা হয়েছে, লুঠ করা হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে আজকের এই শান্তি মিছিল। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের যথোপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হোক। পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। তাদের পরিবারকে সরকারিভাবে সাহায্য করা হোক। ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে এই দাবি যেন সরকার মেনে নেয়, এটাই দাবি”।
Berhampore News খাগড়া এলাকা, জলট্যাঙ্ক মোড় হয়ে ফের বান্ধব প্রেসের মোড় পেরিয়ে নেতাজি মূর্তির পাদদেশে শেষ হয় মিছিল। লালবাগ থেকে হরিহরপাড়া, লালগোলা থেকে পাঁচগ্রাম জেলার একাধিক ব্যবসায়ী সমিতি, বহরমপুর চেম্বার অফ কমার্সের সদস্যরা শান্তি মিছিলে শহরের রাজপথে হাঁটলেন। এভাবেই পায়ে পায়ে শান্তির বার্তা দিলেন ব্যবসায়ীরা।