Berhampore News যোগ্যদের চাকরির দাবীতে ছাত্র যুবদের নিয়ে মিছিল TMCP-র

Published By: Imagine Desk | Published On:

Berhampore News চাকরিহারাদের হয়ে এবার পথে নামল তৃণমূল। শুক্রবার বিকেলে বহরমপুর- মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র যুবর তরফে  শহর জুড়ে হয় মিছিল। মিছিলের নেতৃত্ব দেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার। জেলা তৃণমূল কার্যালয় থেকে শুরু হয় মিছিল। লালদীঘি হয়ে টেক্সটাইল মোড় হয়ে শহরের বিভিন্ন এলাকায় স্লোগান, মিছিলে প্রতিবাদ ছাত্র, যুবদের। কী ইস্যুতে এই মিছিল?

Berhampore News  বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা টিএমসিপি সভাপতি নাজমুল মিঞা সানসাইন জানান, ২৬ হাজার চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পাশে তৃণমূল ছাত্র পরিষদ আছে। বিজেপি, কংগ্রেস, সিপিএম ষড়যন্ত্র করে যারা যোগ্য তাদের চাকরি হারিয়েছে। যারা যোগ্য তারা যেন সঠিক বিচার পায়, সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে ধিক্কার মিছিল হয়েছে।