Berhampore News কারও তিন শতক জমি, কারও নয় শতক জমি নিয়ে হয়েছে নয় ছয় কাণ্ড! এই অভিযোগে এবার বহরমপুরের পথে প্রতিবাদ প্রতিবন্ধীদের। জমি জাল রেকর্ডের অভিযোগে, প্রতিবন্ধীর জমি ফেরতের দাবিতে পথে নামল মুর্শিদাবাদ জেলা প্রতিবন্ধী ইউনিয়ন। মঙ্গলবার বহরমপুরে বিএলআরও অফিসের সামনে হয় অনশন ধর্মঘট।
Berhampore News কী অভিযোগ?
Berhampore News কাশিমবাজারের বাসিন্দা ইন্দ্রজিৎ মুখার্জী। মনীন্দ্রনগর বাজারপাড়ায় তাঁর তিন শতক জমি জাল রেকর্ড করে হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন। তিনি বলেন, ” রাজেন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই জমির মালিক হলেও ওয়ারিশ সূত্রে আমরা বর্তমানে মালিক হচ্ছি। দীর্ঘদিন ধরে ওয়ারিশ থাকা সত্ত্বেও বিএলআরও অফিস থেকে সুবলচন্দ্র কুণ্ডু নামে এক জাল রেকর্ড বেড়িয়ে আসে। এরপরেই সরকারি সংশ্লিষ্ট দফতরে, জানানো হয়। কিন্তু কোনরকম সুরাহা হয়নি। বাধ্য হয়েই আজকে অবস্থান বিক্ষোভের পথ বেঁছে নেওয়া হয়েছে। ”
Berhampore News ইন্দ্রজিৎ মুখার্জী ছাড়াও এদিন অভিযোগের তালিকা নিয়ে পথে নামেন বেশ কয়েকজন। যাদের মধ্যে রয়েছেন মুর্শিদাবাদ জেলা প্রতিবন্ধী ইউনিয়নের সভাপতি আজাদ বিশ্বাস। তিনি বলেন, ” তাঁর ৯ শতক জমি রাতারাতি ৬ শতক হয়েছে। দুস্থ, অসহায় মানুষদের জমি হস্তান্তর হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে অনশন ধর্মঘটের পথ বেঁছে নেওয়া হয়েছে।”
Berhampore News দীর্ঘক্ষণ ধরে চলে অনশন ধর্মঘট। প্ল্যাকার্ড হাতে সংগঠনের শতাধিক সদস্য রাস্তায় বসে অনশনে সামিল হন। যদিও অভিযোগ প্রসঙ্গে বিএলআরও- র তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি।