Berhampore Mini Marathon ‘চলো দৌড়াই’- সমাজ সচেতনতার বার্তা নিয়ে বহরমপুরে মিনি ম্যারাথন

Published By: Imagine Desk | Published On:

Berhampore Mini Marathon বর্তমান সময়ে জ্বলন্ত সমস্যা বাল্য বিবাহ, শিশু শ্রম, শিশু পাচার। সমাজের এই ব্যাধি দূর করতে সমাজ সচেতনতার বার্তায়  নতুন উদ্যোগ। সচেতনতার বার্তা নিয়ে ‘চলো দৌড়াই’। এভাবেই দৌড়ে সমাজকে সচেতন করলেন এক ঝাঁক তরুণ, যুব। স্বেচ্ছাসেবী সংস্থা সিনি CINI ও শ্রম কমিশনারেটের ব্যবস্থাপনায় শনিবার সকালে বহরমপুরে ব্যারাক স্কোয়ার ময়দান থেকে শুরু হয় এই ম্যারাথন। ফরাসডাঙা মোড় হয়ে ফের ব্যারাক স্কোয়ারে এসে শেষ হয় এই দৌড়। পুরুষ বিভাগে ১০ কিমি ও মহিলা বিভাগে ৬ কিমি ম্যারাথনে অংশ নিলেন ছাত্র ছাত্রী, যুবক যুবতীরা। শুধু সমাজ সচেতনতাই নয় এর পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্পের প্রচার অভিযানও হয় এই ম্যারাথন থেকে।

Berhampore Mini Marathon সিনি-র আধিকারিক জানান-

Berhampore Mini Marathon চাইল্ড ইন নীড ইন্সটিটিউট ( সিনি) -র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জয়ন্ত চৌধুরী জানান, মুর্শিদাবাদ জেলায় বাচ্চাদের নিয়ে সচেতনতার অভাবের জন্য তাদের অল্প বিয়ে দিয়ে দেয়, শিশু শ্রম হয়, পাচারও হয়। এই ব্যাধি গুলো দূর করতে প্রশাসন চেষ্টা করে। এই ম্যারাথনের মাধ্যমে সচেতনতার বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে। মানুষ যাতে এই বিষয় নিয়ে সচেতন হয়। সামাজিক ব্যাধি, সরকারি বিভিন্ন প্রকল্পের প্রচারের জনই এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে।

Berhampore Mini Marathon  অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার জানান-

Berhampore Mini Marathon স্বেচ্ছাসেবী সংস্থার পাশাপাশি শ্রম দপ্তরের আধিকারিক থেকে প্রশাসনিক আধিকারিকেরা এদিন ম্যারাথনে উপস্থিত ছিলেন। শিশু শ্রম বন্ধ করতে ম্যারথনকেই হাতিয়ার করতে চায় শ্রম দপ্তর। বহরমপুরের অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার বিধানচন্দ্র মণ্ডল জানান, এই দৌড়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা হয়। শিশু শ্রম বিরাট বড় সামাজিক অপরাধ। শিশুদের শ্রমিক হিসেবে কাজে নিয়োগ এবং কাজে পাঠানো এটা যে অপরাধ এটা মানুষকে বুঝতে হবে। অসংগঠিত ক্ষেত্রে যারা শ্রমিক হিসেবে কাজ করেন তারা যাতে শ্রম দপ্তরে নাম নথিভুক্ত করান, ভবিষ্যৎ সুরক্ষিত হবে। শিশু শ্রমিকের প্রবণতা, সংখ্যাও কমবে।

Berhampore Mini Marathon দৌড়ে প্রথম মোস্তফা-

Berhampore Mini Marathon এদিন ১০ কিমি দৌড়ে পুরুষ বিভাগে প্রথম হন মোস্তফা শেখ। দ্বিতীয় হন পুলক বিশ্বাস এবং তৃতীয় হন জসিম আক্তার। ৬ কিমি মহিলা বিভাগে প্রথম হন পারু দেবনাথ। দ্বিতীয় হন মেঘা হালদার ও তৃতীয় হন ঋত্বিকা কর। শিশুদের জন্য এই দৌড়ে অংশ নিয়ে কেমন লাগল? প্রথম স্থানাধিকারী মোস্তফা সেখ জানান, ১০ কিমি কভার করতে প্রায় ৩৬ মিনিট সময় লেগেছে। সিনির এই উদ্যোগে অংশ নিয়ে খুবই ভালো অনুভুতি। প্রত্যেকে সহযোগিতা করেছে।

Berhampore Mini Marathon এদিন ম্যারথন ঘিরে সকাল থেকেই উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা যায় প্রতিযোগীদের মধ্যে। এদিন ম্যারথনে প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় উদ্যোক্তাদের তরফে।