Berhampore Khadi Expo 2025 পুরুলিয়ার ভেষজ আবির থেকে উত্তর ২৪ পরগনার চামড়ার তৈরি ব্যাগ, কৃষ্ণনগরের বিখ্যাত মাটির দ্রব্য থেকে নদীয়ার হজমি, আঁচার। বর্ধমানের কাঠের দ্রব্য থেকে কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া ও সরভাজা। মুর্শিদাবাদের বাঁশের দ্রব্য থেকে রকমারি খাবার- সবকিছুই এখন শহর বহরমপুরে। কারণ খাদি মেলার পর এবার বহরমপুরে শুরু হল খাদি এক্সপো।
Berhampore Khadi Expo 2025 মুর্শিদাবাদ জেলা খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের আয়োজনে ব্যারাক স্কোয়ারের মসলিন তীর্থে বসেছে মেলার আসর। বুধবার দুপুরে মেলার উদ্বোধন করলেন খাদি পর্ষদের চেয়ারম্যান কল্লল খাঁ, মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্র, পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ মুর্শিদাবাদ জেলা আধিকারিক দেবর্ষি রায় ও বিশিষ্ট জনেরা। মেলা ঘুরে দেখলেন অতিথিরা।

Berhampore Khadi Expo 2025 খাদি পর্ষদের চেয়ারম্যান কল্লল খাঁ জানান, মুর্শিদাবাদ জেলার খাদি ও গ্রাম শিল্পের তরফ থেকে শিল্পীদের অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আগামী দিনে এই মুর্শিদাবাদ জেলাকে আদর্শ খাদি জেলা হিসেবে ও কুটীর শিল্প জেলা হিসেবে যাতে অত্যাধুনিক দক্ষতা দিয়ে সেই শিল্পীদের কাছে পৌঁছতে পারি সেটাই উদ্দ্যেশ্য।
Berhampore Khadi Expo 2025 খাদি এক্সপোয় এবছর বিশেষ আকর্ষণ খাদি বস্ত্রের ওপর বিপুল ছাড়। এছাড়াও অন্যান্য সামগ্রীতেও রয়েছে চমক। এবছর এক্সপো নিয়েও আশাবাদী ভিন জেলা থেকে আসা স্টলদাতারা। কেউ মালদা থেকে কেউ পূর্ব মেদিনপুর। প্রত্যেক স্টলদাতাই এক্সপোয় বিক্রিবাটা নিয়ে অত্যন্ত আশাবাদী।
Berhampore Khadi Expo 2025 কী জানালেন জেলা আধিকারিক?
Berhampore Khadi Expo 2025 পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের মুর্শিদাবাদ জেলা আধিকারিক দেবর্ষি রায় জানান, তৃতীয় বার এক্সপো হচ্ছে। মূল উদ্দ্যেশই ছিল- যেমন মেলা বা ইত্যাদি সরকারি উদ্যোগ। এটা সামগ্রিক ভাবে বিভিন্ন যারা খাদি ও গ্রামীণ শিল্প ব্যবসায়ী তাদের একটা যাতে বিক্রির মাধ্যম, মার্কেটিং এর ব্যবস্থা করা যায় সেই উদ্দ্যেশ্যে মেলা। তিনি আরও বলেন, ‘ বছরান্তে যেমন চৈত্র সেল হয়। অতিরিক্ত কিছু ছাড় দিয়ে বা বিশেষ কোন অফার দিয়ে হোক- যতরকম ভাবে সাধারণ মানুষকে আকৃষ্ট করা যায় খাদি ও গ্রামীণ পর্ষদের দ্রব্যাদির প্রতি, সেই উদ্দ্যেশেই এই এক্সপো আজকে ৫ ই মার্চ শুরু হল। চলবে আগামী ১২ ই মার্চ পর্যন্ত। খাদি পর্ষদের সঙ্গে সরাসরি যুক্ত শিল্পীদের দ্রব্য এই এক্সপোতে রয়েছে। ৫০ থেকে ৬০ শতাংশ ছাড় থাকছে। ‘