Berhampore DYFI বৃহস্পতিবার বহরমপুরে DYFI মুর্শিদাবাদ জেলা কমিটির এর ডিএম অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার! পুলিশের ব্যারিকেড টপকে মিছিল এগোতেই পুলিশের সাথে তুমুল ধস্তাধস্তি। এদিন সকাল থেকেই বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে কার্যত বাঁশের ব্যারিকেড দিয়ে দুর্গ বানানোর প্রস্তুতি চলে পুলিশের তরফে। মোতায়েন থাকে বিশাল পুলিশ বাহিনী। সরেজমিনে পরিস্থিতি সামাল দিতে পথে দেখা যায় পুলিশ কর্তাদের। পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী এদিন দুপুর ২ টো নাগাদ DYFI এর মিছিল শুরু হয়।
Berhampore DYFI এদিন দুপুরে জেলা কার্যালয় থেকে মিছিল করে ডিএম অফিসের দিকে রওনা দেন ডিওয়াইএফআই নেতা কর্মীরা। অন্যদিকে ডিওয়াইএফআই এর বেশ কিছু কর্মী অন্যপথে ডিএম অফিস ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। বহরমপুরে জেলা শাসকের দপ্তরে মিছিল শুরুর আগেই ডিওয়াইএফআই কর্মীদের সাথে তুমুল ধস্তাধস্তি হয় পুলিশের। ডিওয়াইএফআই কর্মীদের ডিএম অফিস থেকেই আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়।
Berhampore DYFI অপর দিকে টেক্সটাইল মোড়ে মিছিল আসতেই বাঁশের দুর্গ টপকে আসার চেষ্টা করেন DYFI নেতা, কর্মীরা। সেই সময় বিশাল পুলিশ বাহিনী পথ আটকায়। তুমুল ধস্তাধস্তি হয় সেখানেও। একদিকে দলীয় ঝাণ্ডা হাতে সংগঠনের নেতা , কর্মীরা স্লোগানে সুর চড়ান। অপর দিকে বিশাল বাহিনী। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় রাজপথ।
Berhampore DYFI কী দাবীতে DYFI এর ডিএম অফিস অভিযান-
Berhampore DYFI মুর্শিদাবাদ জেলা জুড়ে আবাস যোজনায় দুর্নীতি বন্ধ করে স্বচ্ছ তালিকা প্রকাশ, শিক্ষা থেকে স্বাস্থ্য- দুর্নীতির অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তি, পরিযায়ী শ্রমিকের জেলায় কাজ দেওয়া, ১০০ দিনের কাজ চালু, টোটো চালকের উপর নির্যাতনের অভিযোগ, সরকারি দপ্তরে শুন্যপদে স্বচ্ছ স্থায়ী নিয়োগের দাবী নিয়ে পথে নামে DYFI মুর্শিদাবাদ জেলা কমিটি।