Berhampore Drama Festival বাংলাদেশ নেই! দেশীয় দলেই জাতীয় নাট্যোৎসবের আয়োজন চুঁয়াপুর সুহৃদের

Published By: Imagine Desk | Published On:

Berhampore Drama Festival  ডিসেম্বর মাস মানেই শহর বহরমপুরের রবীন্দ্রসদন সেজে ওঠে উৎসব উদযাপনে। এই উৎসব নাটকের। যেখানে দেশ, বিদেশের নাটকের দল আসে, বিভিন্ন ধরনের নাটক মঞ্চস্থ করে। বিভিন্ন ধরনের কাজ দেখার সুযোগ পান নাট্য প্রেমীরা। কিন্তু এবছর পরিস্থিতি একটু আলাদা। বাংলাদেশের অশান্ত পরিস্থিতির মাঝেই এবছর বিদেশের কোন নাট্যদল এল না বহরমপুরে। বঞ্চিত নাট্য প্রেমীরা! বাংলাদেশ তো বটেই নেই আমেরিকার দলও।
বহরমপুরের নাট্যদল চুঁয়াপুর সুহৃদের হাত ধরে সপ্তাহান্তে সূচনা হয়েছে জাতীয় নাট্যোৎসবের। এবছর সুহৃদের ৪৯ বছর পূর্তি উদযাপন। যদিও সুহৃদের নাট্যোৎসবে নেই বাংলাদেশ এর নাট্যদল। আসার কথা থাকলেও আসতে পারল না আমেরিকার America নাট্যদলও। মনের ভেতর ক্ষোভ, দুঃখ, বেদনা, আনন্দ মিলেমিশে একাকার হল নাট্যদলের কর্মীদের। যদিও আনন্দের বিষয় এটিই যে- বিদেশ নেই! তবে দেশের বিভিন্ন রাজ্যের নাট্যদল অংশ নিচ্ছে উৎসবে। পাঁচ দিনের নাট্যোৎসবের শুরু হয়েছে ২০ ডিসেম্বর।

Berhampore Drama Festival  প্রতি বছরই নাট্যোৎসবের আয়োজন করে থাকে ‘সুহৃদ’।

সুহৃদের পরিচালক হরপ্রসাদ দাস জানান, “প্রতি বছরই আমাদের চেষ্টা থাকে দেশ, বিদেশের নাটকের কী ধরনের কাজ চলছে, পরীক্ষা নিরীক্ষা চলছে তা বহরমপুরের নাট্য প্রেমীদের কাছে তুলে ধরা। এবছরও আসাম, পুনে, রাজস্থান থেকে নাট্যদল আসছে। এছাড়াও নতুন পরিচালক তুলে ধরার চেষ্টাও চলছে। এবছরের নাট্যোৎসবে আমাদের নতুন দুই পরিচালকের পরিচালনায় নতুন প্রযোজনার নাটক মঞ্চস্থ হবে। সুহৃদের সাথে বাইরের দলের কাজের সুযোগও থাকছে। ”

Berhampore Drama Festival  নাটকের প্রেক্ষাপট কী? কোন ধরনের নাটক মঞ্চস্থ হবে? প্রাধান্য দেওয়া হয়েছে কোন কোন বিষয়ে?

Berhampore Drama Festival  সুহৃদের পরিচালক আরও জানান, ” রাজনীতি ছাড়া থিয়েটার হতে পারে না, রাজনীতি সবসময় রাজনীতির কথা বলেন, ফলে রাজনৈতিক হোক বা বর্তমান যে প্রেক্ষিত, সমসাময়িক সমস্যা – সমস্তটাই নাটকের মাধ্যমে উঠে আসবে। সরাসরি রাজনৈতিক থাকছে, আবার প্রছন্নভাবেও রাজনৈতিক বিষয় থাকছে নাটকে।” বিভিন্ন স্বাদের নাটক দেখার সুযোগ পাবেন নাট্য প্রেমীরা, আশাবাদী