Berhampore Bus Accident বেসামাল বাস! বহরমপুরে এ কী কাণ্ড ! নিয়ন্ত্রণ হারিয়ে সোজা দোকানে ধাক্কা

Published By: Imagine Desk | Published On:

Berhampore Bus Accident  বৃহস্পতিবার দুপুরে বহরমপুরের রাস্তায় ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড। দিনের আলোয় নিয়ন্ত্রণ হারাল যাত্রীবাহী বেসরকারি বাস। সোজা ধাক্কা দিল দোকানে। অল্পের জন্য রক্ষা বাস যাত্রীদের। দুমড়ে মুচড়ে গেল একাধিক দোকান ঘর। ভাঙল দোকানের সামনে রাখা বাইক। ভেঙে গেল বিদ্যুতের খুঁটি, রাস্তার একাংশ। দুর্ঘটনাকে ঘিরে এদিন তীব্র চাঞ্চল্য ছড়ায় বহরমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মধুপুর বাজার এলাকায়। ক্ষয়ক্ষতি হলেও দুর্ঘটনায় কেউ আহত হন নি।

Berhampore Bus Accident কী বললেন প্রত্যক্ষদর্শীরা?

এক প্রত্যক্ষদর্শী বাবাই দাস জানান, ” বাসস্ট্যান্ডের দিকে আসার পথে হঠাৎই বাসের চাকা ফেটে যায়। সামনে টোটো ছিল। পাশ কাটাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বা দিকে সোজা দোকানে ধাক্কা দেয় বাস। রাস্তার পাশে রাখা মোটর বাইক ভেঙে যায়। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে”।

Berhampore Bus Accident খবর পেয়ে ঘটনাস্থলে আসে বহরমপুর থানার পুলিশ। আনা হয় ক্রেন।

দুর্ঘটনাস্থল থেকে বাসটিকে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয় দুর্ঘটনার কিছুক্ষন পরেই। যদিও দুর্ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র যানজটেরও সৃষ্টি হয়। আতঙ্ক ছড়ায় পথচারি এবং বাসে থাকা যাত্রীদের মধ্যেও। স্থানীয় বাসিন্দা শান্তনু সাহা বলেন, ” বাস চালক, খালাসি, যাত্রীরা অখ্যত অবস্থায় আছেন। পথ চারীরাও অখ্যত আছেন। জনবহুল এলাকায় বড়সড় দুর্ঘটনা ঘটে নি এটাই সন্তোষজনক। ”

Berhampore Bus Accident কেন বাসের চাকা ফেটে ঘটল বিপত্তি? গোলযোগ হল কীভাবে? যা নিয়ে ওঠে প্রশ্ন। রক্ষনাবেক্ষনের অভাবে বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দিলেন না স্থানীয়রা।