Berhampore Bridge বহরমপুরে ব্রিজ বন্ধ কতোক্ষণ ?

Published By: Imagine Desk | Published On:

Berhampore Bridge শনিবার রাত বারোটা থেকে রবিবার দুপুর বারোটা—এই বারো ঘণ্টা বন্ধ থাকছে বহরমপুরের রামেন্দ্র সুন্দর সেতু Ramendra Sundar Tribedi Bridge। ভাগীরথীর উপর এই গুরুত্বপূর্ণ সেতু Bhagirathi Bridge  বহরমপুরকে কান্দী ও জঙ্গীপুরের সঙ্গে যুক্ত করে। তবে রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সময়কালের মধ্যে সম্পূর্ণ বন্ধ থাকবে যান চলাচল।

Berhampore Bridge শনিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর অবধি  একেবারে বন্ধ থাকবে যান চলাচল। ফলে সাময়িক সমস্যার মুখে পড়তে পারেন যাত্রীরা। যদিও বিকল্প সেতু চালু থাকায় খানিকটা স্বস্তি মিলেছে, তবে কলকাতা-বহরমপুর-উত্তরবঙ্গ রুটের দূরপাল্লার বাসগুলি মূলত এই সেতুর উপর দিয়েই যাতায়াত করে।

Berhampore Bridge কী বলছেন বাস চালকরা ?

বাসচালক,  প্রকাশ দাস বলেন , “এই সেতু দিয়েই বহু বছর ধরে বাস চালাচ্ছি। রক্ষণাবেক্ষণ দরকার, সেটা ঠিক আছে। কিন্তু হঠাৎ করে ব্রিজ বন্ধ হলে যাত্রীদের খুব অসুবিধা হয়। “

কলকাতা শিলিগুড়ি রুটের  বাসচালক প্রণব বিশ্বাস  বলেন, “বিকল্প সেতু চালু থাকলেও আমাদের বহরমপুরের যাত্রী থাকে । বহরমপুরের  যাত্রীরাও বিরক্ত হবেন । তবে নিরাপত্তার স্বার্থে মেরামতি দরকার, এটা সবাই বুঝতে পারছেন।”

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছিল, যাতে মানুষ অন্য পথ ধরে যাতায়াতের পরিকল্পনা করতে পারেন। রবিবার দুপুর বারোটার পর ফের যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন প্রশাসনিক আধিকারিকরা।

📌 আপনার যাত্রাপথ পরিকল্পনার সময় এই বিষয়টি মাথায় রাখুন। বহরমপুর ব্রিজ সংক্রান্ত যেকোনো আপডেটের জন্য নজর রাখুন আমাদের প্রতিবেদনে।