Berhampore BJP বহরমপুরে প্রতিবাদ, অবস্থান বিক্ষোভ বিজেপির

Published By: Imagine Desk | Published On:

Berhampore BJP সামসেরগঞ্জে অশান্তি, অন্যদিকে এসএসসি দুর্নীতি।  মুর্শিদাবাদের মানুষ ও চাকরিহারাদের পাশে থাকতে বহরমপুরে অবস্থান বিক্ষোভে জেলা ও রাজ্য বিজেপি নেতৃত্ব। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি এদিন বহরমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিজেপি বহরমপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে অবস্থান বিক্ষোভে সামিল হলেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ, মাফুজা খাতুন, জেলা বিজেপি সভাপতি মলয় মহাজন সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীরা।

Berhampore BJP রাজ্য বিজেপি নেত্রী কেয়া ঘোষ বলেন, ” রাজ্য জুড়েই বিক্ষোভ সমাবেশ হচ্ছে, সেইমতো বহরমপুরে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাম্প্রদায়িক রাজনীতি, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ! সেটা আমরা হতে দেব না। অন্যদিকে এই রাজ্যের শিক্ষকরা যারা উচ্চ শিক্ষিত, তাদের পেটে লাথি।  সব মিলিয়ে আন্দোলন চলছে, চলবে। “

Berhampore BJP বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকেই মিছিল করে গির্জার মোড়ে আসেন বিজেপি নেতা কর্মীরা। সেখানেও জাতীয় সড়কে বসে বিক্ষোভ চলে বেশ কিছুক্ষন। পোড়ানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল। বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। প্রশাসনিক সুরক্ষার আশ্বাস পেয়ে অবরোধ বিক্ষোভ ওঠে।