Berhampore Accident মাটি বোঝাই ট্রাক্টর নিয়ে যাচ্ছিলেন ইট ভাটায়। কিন্তু যাওয়ার পথে ঘটে গেল দুর্ঘটনা। নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে নয়ালজুলিতে মাটি বোঝাই ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের। মঙ্গলবার দুপুরে বহরমপুর থানার অন্তর্গত সুন্দরপুর হাটগাছা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, এদিন দুপুরে ইট বোঝাই ট্রাক্টর নিয়ে ইট ভাটার দিকে যাচ্ছিলেন ফিরোজ সেখ নামে ঐ চালক। ভাটা থেকে কিছুটা দূরেই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারালে নয়ানজুলিতে উল্টে যায় গাড়ি। ট্রাক্টরের তলায় চাপা পরেন চালক। স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি আশংকাজনক অবস্থায় চালককে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
Berhampore Accident দুর্ঘটনায় শোকার্ত পরিবার, মৃতের ভাই জানালেন-
Berhampore Accident মৃতের ভাই মোতালেব সেখ বলেন, কোনভাবে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি। দুর্ঘটনা ঘটে যায়। পুরনো চালক, লাইসেন্সও আছে। খবর পাওয়া মাত্রই হাসপাতালে আনা হয়। কিন্তু ততক্ষণে মারা যায় সে।” মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। শোকের ছায়া নেমে আসে মৃতের পরিবারে।