Berhampore ১লা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। আর এই দিনেই প্রতি বছরের মতো এবারেও বিশেষ ভাবে প্রতিষ্ঠা দিবস উদযাপন করল মুর্শিদাবাদ জেলার জনপ্রিয় শিল্প আবৃত্তি চর্চা কেন্দ্র ‘বাচিক শিল্পচর্চার মুক্ত দিগন্ত‘। এবছর এই সংস্থার ১৪ তম জন্মদিন। জন্মদিন উপলক্ষ্যে বিশেষ আয়োজন হল বৃহস্পতিবার বহরমপুর রবীন্দ্রসদনে। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই সংস্থার তরফে।

Berhampore অনুষ্ঠানের শুরুতেই এদিন মঞ্চস্থ হয় ‘ আমাদের কথা ও কাহিনী’ নামক বাচিক শিল্প চর্চার মুক্ত দিগন্তের নিজস্ব সমবেত প্রযোজনা। যা বিশিষ্ট কবি জয় গোস্বামীর কাব্যকে আধার করেই একটি দলগত প্রযোজনা বলেই সংস্থার তরফে জানা যায়। এদিনের অনুষ্ঠানে কলকাতা থেকে এসেছিলেন স্বনামধন্য বাচিক শিল্পী মেধা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে তাঁর একক নিবেদনও ছিল।

Berhampore অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বাচিক শিল্প চর্চার মুক্ত দিগন্তের সম্পাদক সীমা সরকার জানান, প্রতি বছর ১ লা মে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও প্রতি মাসে রবীন্দ্রসদনে অনুষ্ঠান হয়। সংস্থার সদস্যদের একক নিবেদন থাকে, জেলার বিভিন্ন প্রান্তের শিল্পীরা থাকেন। এছাড়াও দলগত প্রযোজনা, গল্পপাঠ, শ্রুতি নাটক, আবৃত্তি সবটাই থাকে। জন্মদিনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও এগিয়ে যেতে চাই।