Bengal STF হেফাজতে থাকা পাঁচ জঙ্গিকে বহরমপুর সিজিএম কোর্টে পেশ বেঙ্গল এসটিএফ এর। গত ৬ই ফেব্রুয়ারী জঙ্গি যোগে ধৃত আব্বাস আলি, মিনারুল শেখ, শাদ রাডি ও নুর ইসলামকে হেফাজতে নিয়েছিল বেঙ্গল এসটিএফ। এর চার জনের পাশাপাশি খাড়গাগড় বিস্ফোরণে সাজাপ্রাপ্ত জেএমবি সদস্য তারিকুল ইসলামকে বৃহস্পতিবার আবারও কোর্টে তোলা হয়। এদিন মোট ৫ জনকে কোর্টে পেশ করে বেঙ্গল এসটিএফ। বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএমবি JMB সদস্য তারিকুল ইসলামকে গত সোমবার কোর্টে পাঠিয়ে তিন দিনের হেফাজতে নিয়েছিল বেঙ্গল এসটিএফ।
Bengal STF বেঙ্গল এসটিএফ জঙ্গি সন্দেহে নদীয়ার থানারপাড়া থানা এলাকা থেকে থেকে বিপ্লব বিশ্বাস ওফরে আব্দুলা বলে একজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ধৃত ৬ জনকেই বহরমপুর সিজিএম আদালতে তোলা হয়। এদিন বিপ্লব ওরফে আব্দুল্লাকে তিন দিনের এসটিএফ হেফেজতের নির্দেশ দিয়েছে আদালত। বাকি পাঁচ জনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
Bengal STF আইনজীবী জানান-
Bengal STF সরকারি আইনজীবী বিশ্বপতি সরকার জানান, তদন্তের স্বার্থে হয়তো কিছু যোগসূত্র পাওয়া গিয়েছে। আর কী কী তথ্য সামনে আসে, জানার জনই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনজন আসামির ভয়েস স্যাম্পেলের জন্য প্রেয়ার করা হয়েছে। সেটি গ্রাহ্য হয়েছে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বলা হয়েছে ভয়েস স্যাম্পেল নেওয়ার জন্য।
আরও পড়ুন-