Beldanga চোখের চিকিৎসা করাতে এসেছিলেন বেলডাঙায়। কিন্তু আর বাড়ি ফেরা হল না নওদার প্রৌঢ়ের । রাস্তা পারাপারের সময়ে ঘটে গেল চরম বিপদ। জাতীয় সড়ক পার হওয়ার সময় দুর্ঘটনায় প্রাণ গেল প্রৌঢ়ের। মৃতের নাম গাজলুর হোসেন সেখ। মুর্শিদাবাদের নওদার কেদারচাঁদপুর এলাকার বাসিন্দা ।
Beldanga পরিবার সূত্রে জানা যায়-
Beldanga বেলডাঙায় এসেছিলেন চোখের চিকিৎসা করাতে। বেসরকারি হাসপাতালে যাওয়ার সময় হেটে জাতীয় সড়ক পার হচ্ছিলেন। তখনই পেছন দিক থেকে একটি মোটর বাইক তাঁকে ধাক্কা দেয়। রাস্তায় ছিটকে পরেন বৃদ্ধ। মাথায় গুরুতর চোট লাগে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলডাঙা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে আনা হয়।
Beldanga মৃতের এক আত্মীয় রওশান সেখ জানান, রাস্তা পারাপারের সময় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনার খবর সন্ধ্যায় সোশাল মিডিয়ায় পেয়ে খোঁজ নেন বেলডাঙা থানায়। সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে এসে দেহ সনাক্ত করা হয়। আকস্মিক দির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।’