Beldanga News লুকিয়েও হল না শেষরক্ষা! বেলডাঙায় পুলিশ হাজতে যুবক

Published By: Imagine Desk | Published On:

Beldanga News বাড়ির গোপন ডেরায় রাখা ছিল পিস্তল! কিন্তু কেন? তাহলে কী অস্ত্র কারবার চলত এভাবেই গোপনে? গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি অভিযানের পর উঠছে এই প্রশ্ন। পর্দাফাঁস হচ্ছে একের পর এক রহস্যের। মুর্শিদাবাদের বেলডাঙার সরুলিয়া গেট পাড়ায় অভিযান চালায় বেলডাঙা থানা। সেই অভিযানেই স্থানীয় বাসিন্দা এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Beldanga News কেন গ্রেফতার যুবক?

Beldanga News পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে সরুলিয়া গেটপাড়ায় একটি বাড়িতে হানা দিতেই হাতেনাতে ধরা হয় রাহুল শেখ নামে এক যুবককে। তল্লাশি চালাতেই বেরিয়ে আসে ঘরের ভেতর লুকিয়ে রাখা একটি ওয়ান শাটার পিস্তল। বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে কী মতলব ছিল যুবকের? তদন্তে পুলিশ।

Beldanga News কী দাবি পুলিশের-

পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে যুক্ত ছিল ঐ যুবক। ধৃতকে হেফাজতে নিয়ে এই কারবারের সাথে আর কে বা কারা জড়িত? চক্রের জাল কতদূর ছড়িয়ে! জানার চেষ্টায় বেলডাঙা থানার পুলিশ। ধৃতকে মঙ্গলবার পুলিশ হেফাজতে চেয়ে সিজেএম কোর্টে পাঠানো হয়।