Beldanga News পুলিশের জালে বেলডাঙ্গা কান্ডের কিং পিন। বছর কুড়ির কৃষ্ণনগর পলিটেকনিক কলেজের তৃতীয় বর্ষের ছত্রের কারসাজিতেই বেলডাঙ্গার পুজা মন্ডপে বিতর্কিত কথা লেখা হয়েছিল বলে জানা গিয়েছে। নভেম্বরের November মাঝামাঝি ওই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়।
Beldanga News কীভাবে এগয় তদন্ত ?
ঘটনার তদন্ত শুরু করে বেলডাঙ্গা থানার পুলিশ। অবেশেষে পুলিশের জালে ধরা পড়েছেন মূল অপরাধী। পুলিশ সূত্রে খবর, চিনা কোম্পানির ডিজিটাল বোর্ডে ওই লেখা ফুটে উঠেছিল। ওই চিনা কোম্পানির অ্যাপের মাধ্যমেই বোর্ডের লেখা বদলানো যায়। কিন্তু কীভাবে এই কাজ করা হয়েছিল তা খুঁজে বের করতে প্রযুক্তিবিদদের সাহায্য নেয় পুলিশ।
দিল্লি Delhi থেকে তলব করা হয় ওই কোম্পানির প্রযুক্তিবিদদেরও । তাঁদের সাহায্য নিয়েই সেই ফোন ট্র্যাক করা হয় যে ফোন থেকে লেখা বদলানো হয়েছিল । জানা গিয়েছে, বোর্ডের লেখা কিছুক্ষণের জন্য বদলে দেওয়া হয়েছিল। তবে ওই ছাত্র এই কাজ করার সময় নিজের ফোন ফ্লাইট মোডে রেখেছিল। তদন্তকারীদের কাছে তাই তাঁকে খুঁজে বের করা চ্যালেঞ্জের ছিল। ফোন ফ্লাইট মোডে রেখে ওয়াইফাই দিয়ে ইন্টারনেট সংযোগ করে ওই কাজ করা হয়। জানা গিয়েছে ধৃত্র কাছ থেকে ৫ টি মোবাইল সিম পেয়েছে পুলিশ। ধৃতকে আদালতে পেশ করলে তাঁর ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।