Beldanga News পাঁচ তলা বাড়ি নিয়ে তুলকালাম কাণ্ড! অভিজগ-পালত অভিযোগে সরগরম এলাকা

Published By: Imagine Desk | Published On:

Beldanga News অবৈধ নির্মাণ! অনুমতি ছিল তিন তলার অথচ পৌরসভার নিয়ম না মেনে চার তলা, পাঁচ তলা গড়ে ওঠে। বার বার নোটিশ সত্ত্বেও থেমে থাকে নি বিল্ডিং নির্মাণের কাজ! এই অভিযোগে এবার অবৈধ নির্মাণের অংশটি ভেঙে দিল বেলডাঙা পৌরসভা। আর অবৈধ নির্মাণ ভাঙতে গিয়েই গণ্ডগোলের মুখে পৌরসভা কর্তৃপক্ষ।  পাল্টা অভিযোগ,  বেলডাঙ্গা পৌরসভার ভাইস চেয়ারম্যান আবু সুফিয়ানের বিরুদ্ধে। অভিযোগ, বাড়ি মালিকের কাছে টাকা নিয়ে পাঁচ তলা বিল্ডিং বানানোর মৌখিক অনুমতি দিয়েছিলেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ভাইস চেয়ারম্যান। তাঁর দাবি- কোনভাবেই  মৌখিক কোন অনুমতি দেওয়া হয়নি। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ।

Beldanga News  কী ঘটল এদিন?

Beldanga News  বেলডাঙা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে হাটপাড়া নিউ হসপিটাল রোডে পুকুর পাড়ে একটি বিল্ডিং নির্মাণ হচ্ছে বেশ কিছুদিন ধরেই। জানা গিয়েছে এই বিল্ডিং মালিক রাকেশ শেখ ও রিন্টু শেখ দুই ভাই। তাদের বিরুদ্ধে পৌরসভার অভিযোগ- অবৈধভাবে পাঁচ তলা বিল্ডিং নির্মাণ করছেন তারা। যেখানে তিনতলা বিল্ডিং এর অনুমতি দিয়েছে পৌরসভা, সেখানে কীভাবে পাঁচতলা? প্রশ্ন ওঠে। বেলডাঙা পৌরসভার ইঞ্জিনিয়ার দীপক দত্ত জানান, তিন তলা অবধি অনুমতি ছিল। সেখানে চার, পাঁচ তলা গড়ে ওঠে। অবৈধ নির্মাণ ভাঙতেই এদিন পৌরসভা তৎপর হয়।

Beldanga News  এদিন বিল্ডিং ভাঙার কাজ শুরু হলে মালিক পক্ষ এবং পৌর কর্তৃপক্ষের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। তুলকালাম কাণ্ড বাঁধে। উত্তেজনার সৃষ্টি হয়। পুরো বিষয়টি নিয়ে পৌরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা ব্যানার্জী, বেআইনি কাজ হলে তা ভেঙে দেওয়া হবে। একাধিক বার জানানো সত্ত্বেও মালিক পক্ষ অবৈধ অংশ টি ভেঙে দেন নি। বাধ্য হয়েই এই পদক্ষেপ নেওয়া হয়, যা সম্পূর্ণ   আইন মেনেই করা হয়েছে।

Beldanga News অন্যদিকে বিল্ডিং মালিক রিন্টু সেখ দাবি  করেন, তাঁকে ইচ্ছাকৃতভাবে তাঁকে ফাঁসানো হচ্ছে। মৌখিক অনুমতি নেওয়ার পরেই কাজ শুরু করেছিলেন। কোন কাগজ ছিল না। এভাবে নির্মাণ ভেঙে দেওয়ায় আর্থিক ক্ষতি হয়েছে।

Beldanga News অভিযোগ- পাল্টা অভিযোগে সরগরম থাকে এলাকা।