Beldanga মা গিয়েছিলেন কীর্তনে, দাদা কাজে। ফাঁকা বাড়িতে একাই ছিল তরুণী। বাড়ি ফিরে এসে ঘরের ভেতর যেতেই মাথায় আকাশ ভেঙে পড়ল মায়ের। দেখলেন, চৌকির উপর মেয়ের নিথর দেহ। বুধবার ভর দুপুরে রহস্যজনক এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল বেলডাঙার দেবকুন্ড আন্ডিরন এলাকার বাবু পাড়ায়। ফাঁকা বাড়িতে তরুণীর সাথে ঘটল কী? কলেজ ছাত্রীর এই পরিণতি দেখে অবাক পাড়া প্রতিবেশীরাও। মৃত্যুর নেপথ্যে কী? আত্মহত্যা নাকি ষড়যন্ত্র করে খুন? উঠছে একাধিক প্রশ্ন।
Beldanga পরিবারের কী দাবী?
Beldanga বুধবার দুপুরে বাড়িতে কেউ ছিল না। তরুণী একাই বাড়িতে ছিল। তাঁর মা দুপুর তিনটে নাগাদ বাড়িতে এসে দেখেন ঘরের মধ্যে চৌকিতে পড়ে রয়েছে মেয়ের নিথর দেহ।
Beldanga অভিযোগ কী?
Beldanga পরিবারের অভিযোগ, এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিল, সেই সম্পর্ক মেনে নেওয়া হয়। তাদের বিয়েও ঠিক হয়েছিল। এদিন ঐ যুবককে বাড়ি থেকে বেড়িয়ে যেতে দেখে পাড়ার লোকজন। ঐ যুবকই খুন করেছে বলে অভিযোগ।
Beldanga মৃতের দাদার কী দাবী?
Beldanga মৃতের দাদা দীপ মণ্ডল বলেন, ‘বাড়িতে কেউ ছিল না। মা কীর্তনে গিয়েছিল, আমি ক্যাটারিং এর কাজে। মা বাড়ি এসে দেখে ঘরের ভেতর চৌকির উপরে পড়ে আছে বোন। পাড়ার লোক ডাকা হয়। খবর দেওয়া হয় থানায়। নিয়ে আসা হয় হাসপাতালে।’ আরও বলেন, ‘ একটা ছেলের সাথে ভালোবাসা ছিল। সেই ছেলেটাই বাড়িতে এসেছিল, কেউ ছিল না। পাড়ার লোকে দেখেছে যে ছেলেটা বাইক ঠেলতে ঠেলতে নিয়ে যায়। বাড়িতে আসা যাওয়া ছিল। বিয়েও ঠিক হয়েছিল। দেড় বছরের সম্পর্ক। সন্দেহের তালিকায় ঐ যুবকই রয়েছে’।
Beldanga মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্টে কী সামনে আসে? সেদিকেই তাকিয়ে গোটা এলাকা। অন্যদিকে ফাঁকা বাড়িতে একা তরুণী, প্রেমিকের আসা! গোটা ঘটনাই ধোঁয়াশায় মোড়া। পরিবার, পরিজন, প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে আসল ঘটনা জানার চেষ্টায় বেলডাঙ্গা থানার পুলিশ।