Bangladeshi Arrested মুর্শিদাবাদ জেলা থেকে আবারো তিন বাংলাদেশে অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল বিএসএফ Border Security Force । মুর্শিদাবাদ এর জলঙ্গির সীমান্তবর্তী এলাকায় গোপন সূত্রে খবর পাই বিএসএফ তারপরে বৃহস্পতিবার রাত্রে তল্লাশি চালিয়ে তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে । তাদের নাম ,কামাল হোসেন , শাহাদাত আলী এবং হযরত আলী। ধৃত তিনজনেরই বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার Rajshahi District বিভিন্ন এলাকায় বলে খবর । তারপরেই জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ এবং তারপরে শুক্রবার তাদেরকে পুলিশী হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর আদালতে পাঠালে বিচারক চার দিনে পুলিশি হেফাজতের মঞ্জুর করেন । ধৃতেরা কেন ভারতে এসেছিল ? সেই বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ।
Bangladeshi Arrested মুর্শিদাবাদে গ্রেফতার ফের ৩ বাংলাদেশি । ফিরতে গিয়েই বিপত্ত ?
Bangladeshi Arrested বিএসএফ সূত্রে জানা গিয়েছে ২৬ তারিখ সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত বিএসএফ জলঙ্গী বেস ক্যাম্পের অপারেশন টিম আন্তর্জাতিক সীমান্তের কাছে দায়িত্বে ছিল। গোপন সূত্রে খবর পেয়ে, ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর যোগিন্দর সিংহ অপারেশন পয়েন্টগুলিকে সতর্ক করেন। সকাল ৮টা ২০ মিনিট নাগাদ সিপাহী আকাশ কুমার সিংহ দেখেন, তিনজন ব্যক্তি কলা ও বাঁশ বাগানের আড়ালে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছে। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষকে জানান। এরপর তৎপরতার সঙ্গে সুপারভাইজরি কমান্ডার দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং ওই তিন ব্যক্তিকে আটক করেন।
ধৃতদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন, ১টি পাওয়ার ব্যাংক, ২টি চার্জার, ভারতীয় মুদ্রা, একটি ছোট সিলিং ফ্যান, ইলেকট্রিক তার, সানগ্লাস, নেকব্যান্ড, ৮ জিবি মেমোরি কার্ড, কৃত্রিম সোনার চেন, চামড়ার মানিব্যাগ ও ইয়ারবাড উদ্ধার করা হয়েছে। অভিযানের বিষয়ে বিএসএফ জলঙ্গী বেস ক্যাম্পের কমান্ডার জানান, সীমান্ত এলাকায় এই ধরনের তৎপরতা রুখতে প্রতিদিনই নজরদারি চালানো হচ্ছে। এ ব্যাপারে জলঙ্গী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।