Bangladeshi Arrest হাত বদলের সময় পাকড়াও! পোশাক পাচারে বাংলাদেশী গ্রেপ্তার সুতিতে

Published By: Imagine Desk | Published On:

Bangladeshi Arrest বাংলাদেশের অস্থির পরিস্থিতির মাঝেই রাতের অন্ধকারে ওরা কারা? কী উদ্দ্যেশ্যে আনাগোনা? রহস্যের পর্দাফাঁস হল অবশেষে। মুর্শিদাবাদের সুতিতে ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে পুলিশের জালে গ্রেপ্তার তিন সন্দেহভাজন। তিনজনের মধ্যে দুজন বাংলাদেশী এবং একজন মালদার বাসিন্দা।

Bangladeshi Arrest পুলিশ সূত্রে জানা যায়-

Bangladeshi Arrest রবিবার রাতে সুতি থানার অন্তর্গত বাগশিরা পাড়া এলাকায় ঘোরাঘুরি করতে থাকা তিনজনকে দেখে সন্দেহ হয় পুলিশের। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। কথাবার্তায় অসঙ্গতি থাকায় গ্রেপ্তার করা হয় তিনজনকেই। ধৃত মেহেবুব আলম ও অমিত চাঁদ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকার বাসিন্দা। অন্যদিকে জামিরুল শেখ মালদার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।

Bangladeshi Arrest পুলিশের দাবি-

Bangladeshi Arrest  বাংলাদেশ থেকে বাচ্চাদের পোশাক এদেশে এনে পাচারের উদ্যেশ্যেই ছিল। সেই জামা কাপড় মালদার ব্যক্তিকে দেওয়ার জন্যই আসে দুই বাংলাদেশী। কিন্তু শেষ রক্ষা হল না, হাত বদলের সময় হাতেনাতে ধরা পরে তিনজন। তবে কীভাবে সীমান্তের কড়া নিরাপত্তা এড়িয়ে বাংলাদেশ থেকে এদেশে ঢুকল? কতদিন দরে চলছিল এই কারবার? আর কারা কারা যুক্ত! তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ধৃতদের সোমবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলে সুতি থানার পুলিশ।