Bangladeshi Arrest সীমান্ত পেরোনোর আগেই BSF এর হাতে পাকড়াও দুই বাংলাদেশি

Published By: Imagine Desk | Published On:

Bangladeshi Arrest জলঙ্গিতে ভারত- বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেপ্তার দুই বাংলাদেশি ও এক ভারতীয় যুবক। বাংলাদেশে সীমান্ত পার করার আগেই গ্রেপ্তার করা হয় এই তিনজনকে। জানা গিয়েছে, বৃহস্পতিবার জলঙ্গির চরপরাশপুর সীমান্ত এলাকায় তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তাদের আটক করে বিএসএফ BSF। ধৃতরা জেরায় জানায় তারা দুজন বাংলাদেশি এবং একজন ভারতীয়। বিএসএফ তাদের আটক করে এবং জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দেয়।

Bangladeshi Arrest ধৃত শফিকুল মণ্ডল ও সজিব সেখ বাংলাদেশের কুষ্টিয়া জেলার বাসিন্দা এবং শাওয়ার হোসেন জলঙ্গির বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃত দুই বাংলাদেশী সীমান্ত পেড়িয়ে এদেশে এসে ভিন রাজ্যে কাজ করছিল বলেই প্রাথমিক তদন্তে জানা যায়। যদিও শেষ রক্ষা হল না।  সীমান্ত দিয়ে ফেরার পথেই সীমান্তরক্ষা বাহিনীর হাতে ধরা পড়ে তিনজনেই। শুক্রবার ধৃতদের কোর্টে পাঠায় জলঙ্গি থানার পুলিশ।