Bangladesh Border ফ্ল্যাগ মিটিং করে বাংলাদেশের বর্ডার গার্ডের হাতে ধৃত দুই ভারতীয় কৃষক আবু সৈয়দ ও কানু হালদারকে প্রায় ৬ ঘন্টা পর জলঙ্গীর চরভদ্রা সীমান্ত থেকে উদ্ধার করল বিএসএফ। এদিন বেলা সাড়ে এগারোটা নাগাদ মুর্শিদাবাদের জলঙ্গী ভারত সীমান্ত এলাকায় চাষ করতে যাওয়া দুই কৃষককে আটক করে বাংলাদেশের বর্ডার গার্ড।
Bangladesh Border তাঁদের এক জনের ফোন থেকে পরিবার খবর পাওয়ার পর বিএসএফ-এর ১৪৬ নম্বর ক্যাম্পের শরণাপন্ন হন পরিবারের সদস্যরা। তারপরেই বিএসএফ এবং বিজিবির ফ্ল্যাগ মিটিং হয়। সন্ধ্যার আগেই ছাড়া পান দুই জন। ঘটনায় আতঙ্কে রয়েছে সীমান্তের কৃষকরা।