Awas Scheme আবাস যোজনার তালিকা ঘিরে ক্ষোভের ছবি মুর্শিদাবাদের লালগোলাতেও Lalgola । বৃহস্পতিবার গ্রামসভা ছিল মুর্শিদাবাদের লালগোলা ব্লকের ময়া গ্রাম পঞ্চায়েতে Maiya Gram Panchayat। গ্রাম সভা শেষ হতেই ক্ষোভের মুখে পড়েন এক সরকারি আধিকারিক। গ্রাম বাসীদের দাবি, ময়া গ্রাম পঞ্চায়েতের ফতেপুর গ্রামের চার জন গরীব মানুষের নাম আবাস যোজনার তালিকা থেকে অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে।
Awas Scheme -আবাস যোজনা নিয়ে পড়ুনঃ আবাস তালিকা থেকে বাদ মুর্শিদাবাদের প্রায় ৩০ শতাংশ নাম
Awas Scheme গ্রাম বাসীদের দাবি, খসড়া তালিকায় যোগ্য হিসেবে নাম ছিল ওই ব্যক্তিদের। কিন্তু এরপর বৃহস্পতিবার গ্রাম সভায় সরকারি আধিকারিক যে তালিকা পড়েন সেখানে যানান বাদ গিয়েছে ওই চার জনের নাম। এতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামের মানুষের একাংশ। সেই সভায় এসেছিলেন ব্লক আধিকারিক তুহিন মুখার্জী। তাঁকে ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানো হয়। যদিও দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর ওই সরকারি আধিকারিকে পুলিশের গাড়িতে করে উদ্ধার করে নিয়ে আসা হয়।