Ansarullah Bangla আসাম এসটিএফের হাতে গ্রেফতার হওয়া ৪ জঙ্গিকে নিয়ে আসা হল বহরমপুরে সিজেএম আদালতে। আগেই ঐ জঙ্গিদের হেফাজতে নেয় বেঙ্গল এসটিএফ Bengal STF। বৃহস্পতিবার তাঁদের নিয়ে আসা হয় বহরমপুর আদালতে। কড়া পুলিশি ঘেরাটোপের মধ্যে এদিন আদালত চত্বরে এসে পৌঁছয় একের পর এক গাড়ি। গাড়ি থেকে কালো কাপড় দিয়ে মুখ ঢাকা অবস্থায় চার জঙ্গিকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় ভেতরে। এদিন ৪ জনের ১৪ দিনের STF হেফাজতের নির্দেশ দেয় সিজেএম আদালত।
Ansarullah Bangla এর আগে আসামের গুয়াহাটি জেলে ৪ জনকে জেরা করে বেঙ্গল এসটিএফ। এরপর আনসারুল্লা বাংলা টিমের ৪ জঙ্গিকে হেফাজতে নেয় বেঙ্গল এসটিএফ। বেঙ্গল STF-এর হেফাজতে রয়েছে আব্বাস আলি, মিনারুল শেখ, শাদ রাডি ও নুর ইসলাম। এদের মধ্যে আব্বাস আলি, মিনারুল শেখকে গ্রেফতার করা হয় মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদের নওদা এলাকার ভোটার তালিকায় নাম ছিল শাদ রাডির। তাঁকে গ্রেফতার করা হয়েছিল কেরল থেকে। বাংলায় কতদূর ছড়িয়ে ABT-র জাল? উত্তরের খোঁজে চার জঙ্গিকে ১৪ দিনের হেফাজতে পেল বেঙ্গল STF।
Ansarullah Bangla সরকারি আইনজীবী বিশ্বপতি সরকার বলেন, ‘চারজনকে সিজেএম আদালতে তোলা হয়। বেঙ্গল এসটিএফ এর তরফে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছিল, আদালত সেই আবেদন মঞ্জুর করে ১৪ দিনের পুলিশ হেফাজতেরই নির্দেশ দিয়েছে।’