Ahiron Bridge বয়স মাত্র দু বছর! কেন বন্ধ আহিরন ব্রিজ? খুলবে কবে?

Published By: Imagine Desk | Published On:

Ahiron Bridge উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের লাইফ লাইন ৩৪ নম্বর জাতীয় সড়ক বর্তমানে ১২ নম্বর জাতীয় সড়ক NH 12। এই জাতীয় সড়কেই মাত্র দু বছর আগে তৈরি হয়েছিল মুর্শিদাবাদের সুতির আহিরনে ফিডার ক্যানালের উপর নতুন ব্রিজ। কিন্তু দু বছরের মধ্যেই স্বাস্থ্যহানি ঘটল ব্রিজের। ব্রিজের উপর বেশ কিছুটা অংশ বসে গেল। বিপদের আশঙ্কাও ছিল প্রবল।

Ahiron Bridge আহিরণ নতুন ব্রিজের Ahiron Bridge উপর বেশ কিছুটা অংশ বসে যাওয়ায় গত কয়েকদিন ধরেই মুর্শিদাবাদ থেকে উত্তরবঙ্গমুখী লেনটি সম্পূর্ণ বন্ধ থাকে। দিন পাঁচেক আগে হঠাৎ নতুন ব্রিজের মাঝামাঝি প্রায় ১০ ফুট অংশ বসে যায়। দুর্ঘটনা এড়াতে জাতীয় সড়ক কর্তৃপক্ষের নতুন ব্রিজের লেন দিয়ে উত্তরবঙ্গমুখী সমস্ত যান চলাচল বন্ধ করে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রিজ বন্ধ হওয়ায় ছোট বড় সব গাড়িই চলাচল করছে পুরনো ব্রিজ দিয়ে। এতেই যানজট সৃষ্টি হচ্ছে এলাকায়। নতুন ব্রিজ মেরামতের কাজও ইতিমধ্যেই শুরু হয়েছে। সোমবার সকাল থেকে চলে মেরামতির কাজ।

আরও পড়ুন- Islampur Bhairab Bridge বন্ধ থাকবে ভৈরব ব্রিজ Bhairab Bridge! কেন? কবে থেকে বন্ধ ব্রিজ ?

 

Ahiron Bridge জাতীয় সড়ক কর্তৃপক্ষ National Highways Authority মুর্শিদাবাদ জেলায় ১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের সময় বছর দুয়েক আগে সুতির আহিরণে ফিডার ক্যানালের উপর একটি নতুন ব্রিজ তৈরি করে। পুরনো ব্রিজটিও সংস্কার করা হয়। নতুন ব্রিজ চালু হয়ে যাওয়ার পর জাতীয় সড়কের সেই লেনটি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যাওয়ার জন্য ব্যবহার করা হয় এবং পুরনো ব্রিজটি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গমুখী যান চলাচলের কাজে ব্যবহৃত হয়। কবে আবার নতুন ব্রিজটি খুলে দেওয়া হয়! অপেক্ষায় যাত্রীরা।