Adhir Ranjan Chowdhury ‘এই সরকার বেইমানি করছে, শিক্ষকদের দাবি সঠিক’ বললেন অধীর Adhir

Published By: Imagine Desk | Published On:

Adhir Ranjan Chowdhury রাতভর আন্দোলনে চাকরিহারা শিক্ষকরা। রাত পেরিয়ে দিন ধর্না চলছেই। এসএসসি ভবনের সামনে ক্রমশ জোড়াল হচ্ছে  প্রতিবাদের আঁচ। চাকরিহারা শিক্ষক শিক্ষিকা থেকে অশিক্ষক কর্মীরা আজ রাজপথে। শিক্ষক বিদ্রোহের আঁচ রাজ্য জুড়ে। এই অবস্থায় আন্দোলনরত শিক্ষকদের দাবি ‘সঠিক’ বলে প্রতিক্রিয়া জানালেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। মঙ্গলবার বহরমপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের সমালোচনায় সরব হলেন। কংগ্রেস নেতা বলেন, “SSC বলুন বা শিক্ষা পর্ষদ বলুন যা কিছু হচ্ছে, যিনি পেছন থেকে দড়ি টানছেন তার নাম মমতা ব্যানার্জি। প্রত্যেকটা আদেশ আসছে মমতা ব্যানার্জির কাছ থেকে। সেই মতো শিক্ষা পর্ষদ, শিক্ষা মন্ত্রী প্রতিক্রিয়া জানাচ্ছে। এই ধরনের নির্মমতা, নিষ্ঠুরতা, নৃশংসতা এ বাংলার মানুষ কখনো চাক্ষুস করেন নি। এই প্রখর রোদ, তাপ। জল নেই, খাবার নেই, তারা আমাদের ঘরেরই কেউ না কেউ। গোটা রাত এভাবে অবস্থান করছেন রাস্তায়। কোন অন্যায্য দাবি করে নি। শিক্ষা মন্ত্রী বলেছিল আমরা জানাব, এসএসসি ভরসা দিয়েছিল। তাই তারা সেই দাবি করছে। আর তাদের সাথে এই চালাকি, বাটপারি, বুজরুকি করেই চলেছে এই সরকার। নানা রকমের কথার মারপ্যাচ করে তারা শিক্ষকের দাবি থেকে ক্রমশ সরে যাচ্ছে।”

Adhir Ranjan Chowdhury  রাজ্য সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে অধীর আরও বলেন, ” কেউ শখ করে গোটা রাত বসে থাকে না রাস্তায়! এই সরকার প্রতি মুহূর্তে বেইমানি করছে। আজকে সারা বাংলার মানুষ শিক্ষকদের দাবিকে সমর্থন করে। শিক্ষকদের দাবি সঠিক দাবি কারণ সরকার মনে করলেই তালিকা প্রকাশ করতে পারে। সবকিছু সরকারের ঘরে আছে। শুধু কিছু চোরকে বাঁচানোর জন্য, কিছু দুর্নীতিগ্রস্তকে বাঁচানোর জন্য প্রতি মুহূর্তে মিথ্যার আশ্রয় নিয়ে, চালাকির আশ্রয় নিয়ে এই সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলার শিক্ষিত যুবকদের যারা চাকরি করতে করতে হঠাৎ করে চাকরিহীন হল, তাদের সঙ্গে ধাপ্পা মারছে, চালাকি করছে, বেইমানি করছে।”