Adhir Ranjan Chowdhury শনিতে বহরমপুরে সম্প্রীতির সভা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের

Published By: Imagine Desk | Published On:

Adhir Ranjan Chowdhury  সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় অশান্ত হয়েছিল মুর্শিদাবাদের একাধিক এলাকা। ধীরে ধীরে পরিস্থিতি ছন্দে ফিরলেও মুর্শিদাবাদ জেলায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় পথে নামছে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস। ৩ রা মে, শনিবার বেলা ২ টো থেকে বহরমপুরের টেক্সস্টাইল কলেজ মোড়ে সভার ডাক কংগ্রেসের। সভায় বক্তব্য রাখবেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য, প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সভায় একদিকে যেমন মুর্শিদাবাদ জেলায় শান্তি ও সম্প্রীতি রক্ষার বার্তা থাকবে, পাশাপাশি  চাকরিহারাদের চাকরি ফেরতের দাবিও থাকবে। এর সাথেই জঙ্গিপুর মহকুমায় অশান্তিতে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তার দাবি জানাবেন কংগ্রেস নেতৃত্ব। শনিবারের সভা নিয়ে শুক্রবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এমনটাই জানান অধীর রঞ্জন চৌধুরী।

Adhir Ranjan Chowdhury সভা প্রসঙ্গে অধীর বলেন, ” দেশ জুড়ে আলোচিত নাম মুর্শিদাবাদ, তবে তা সুনামের জন্য নয় বদনামের জন্য। এই মুর্শিদাবাদ জেলায় আমরা হিন্দু মুসলমান এক সাথে থাকতে পারছি না, হিংসা করছি হানাহানি করছি। গুলি চলছে, আহত হচ্ছে, মৃত্যু হচ্ছে কেন ? পুলিশের ব্যার্থতা কেন? একদিকে প্রতিবাদ আরেকদিকে শান্তি ও সম্প্রীতির বাতাবরণ পুনরুদ্ধারের দাবিতেই আমাদের এই সভা।”

Adhir Ranjan Chowdhury এদিনের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফর নিয়েও কটাক্ষ করেন প্রাক্তন সাংসদ। তিনি বলেন, ” অশান্ত মুর্শিদাবাদে তিনি আসতে পারেননি তখন তিনি ঘুরে বেড়াচ্ছিলেন, এখন যখন আসতে আসতে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে তখন তিনি সরকারি কোষাগার থেকে অর্থ সাহায্য করতে আসছেন। পুলিশ কেন হিংসা রুখতে ব্যার্থ হল?  এই হিংসায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি”।