Adhir Ranjan Chowdhury ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে কী দাবি করলেন অধীর রঞ্জন চৌধুরী?

Published By: Imagine Desk | Published On:

Adhir Ranjan Chowdhury ‘লক্ষ্মীর ভাণ্ডার’ পশ্চিমবঙ্গে সবচেয়ে জনপ্রিয় সরকারি প্রকল্পের নাম। শহর হোক কিংবা গ্রাম, বাংলার সরকারি প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চর্চা প্রায় সর্বত্র। বর্তমান সময়ে রাজ্য জুড়ে বহু মহিলাই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেয়ে থাকেন। এবার এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়েই দাবি করলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী Adhir Ranjan Chowdhury। 

Adhir Ranjan Chowdhury কী বলেন অধীর?

Adhir Ranjan Chowdhury মঙ্গলবার বহরমপুরে জেলা কংগ্রেস পার্টি অফিসে সাংবাদিক সম্মেলনে অধীর রঞ্জন চৌধুরী  বলেন, ‘ লক্ষ্মীর ভাণ্ডার তো দয়ার কিছু নয়। লক্ষ্মীর ভাণ্ডার সরকারি টাকা। আমরা ট্যাক্স দিচ্ছি সেই \ টাকাটা বাংলার মা, বোনদের দিচ্ছে। এতে আমাদের আপত্তির কিছু নেই। ভারতবর্ষের বেশীরভাগ রাজ্যে এই প্রকল্প চালু আছে ভিন্ন ভিন্ন নামে। আমাদের দাবি, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আড়াই হাজার কেন করা হবে না? এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে আড়াই হাজার করা দরকার। তার কারণ, যেভাবে বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, জীবনধারণের দাম বাড়ছে, তাতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সেটাকে আরও বাড়ানো উচিৎ। সেটাকে আড়াই হাজার করা উচিৎ।’

Adhir Ranjan Chowdhury লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো নিয়ে রাজ্য সরকারের কাছে দাবি করেন অধীর।  অন্যান্য রাজ্যের উদাহরণ টেনে তিনি আরও বলেন, ‘ ঝাড়খণ্ডে আছে, তেলেঙ্গানায় আছে, কর্ণাটকে আছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আছে। কেন বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাজার ১২০০র মধ্যে সীমাবদ্ধ থাকবে? কেন ২৫০০ টাকা বাড়ানো হবে না? আপনার দলের নেতা, মন্ত্রী তাদের রেড বাড়ানো হচ্ছে, তাদের বেতন বাড়ানো হচ্ছে। আপনি ডাক্তারদেরও বেতন বাড়িয়ে দিলেন। লক্ষ্মীর ভাণ্ডারে কেন গরিব, মা বোনেদের আপনি অনুদান দেবেন না? আমার দাবি, যে বাংলার মা, বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার নামে যে প্রকল্প দেওয়া হয় অনুদানে, সেই অনুদানের প্রকল্প সরকারি টাকায় দেওয়া হয়। তৃণমূলের ফান্ড থেকে নয়! সেই অনুদানের প্রকল্প ১২০০ নয় ১০০০ নয় ২৫০০ টাকা করা জরুরী।’

আরও পড়ুন- Adhir Ranjan Chowdhury অধীরের মুখে ‘লক্ষ্মীর ভান্ডার’ ! বড়সড় ঘোষণা প্রাক্তন সাংসদের